যুক্তরাষ্ট্রের জাতীয় খেলা বেসবল যেভাবে এল

পশ্চিমা দেশগুলোয় বেসবল জনপ্রিয় খেলাফাইল ছবি: রয়টার্স
জানা-অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটি পাতা। এর মধ্যে উল্লেখযোগ্য গল্পগুলো আমাদের মনে থাকলেও কত গল্পই তো দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ২৭ ফেব্রুয়ারি, ২০২৪। নতুন বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল, যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!

ক্রিকেট খেলার ধরনের সঙ্গে বেশ মিল আছে বলে অনেকে বেসবলকে ক্রিকেটের আরেক রূপ হিসেবে মনে করেন। তবে বিষয়টি কিন্তু মোটেই একরকম নয়। সরঞ্জামে দুটি খেলার মধ্যে মিল থাকলেও নিয়মকানুনে ক্রিকেট এবং বেসবল পুরোপুরি আলাদা। ক্রিকেটের জনপ্রিয়তা যে বিশ্বজুড়ে, তা আর বলার অপেক্ষা রাখে না। তবে বেসবল কানাডা, আমেরিকা বিশেষ করে উত্তর আমেরিকাতে বেশি প্রচলিত। এমনকি যুক্তরাষ্ট্রের জাতীয় খেলাও এই বেসবল। এই অঞ্চলেই প্রায় ১২ মিলিয়ন মানুষ এই খেলা খেলে। তোমাদের মাথায় প্রশ্ন আসতেই পারে যে হুট করে কেন এই বেসবলের কথা বলছি। এর কারণ হচ্ছে ১৮৭৪ সালের আজকের এই দিকে প্রথম বেসবল খেলার প্রচলন ঘটে।

আরও পড়ুন

ক্রিকেট খেলায় যেমন প্রতিটি দলে প্রয়োজন হয় ১১ জন খেলোয়াড়, বেসবলের জন্য এই সংখ্যা ৯। দুটি দলের মধ্যে যারা ব্যাটিং করে, তাদের বলে ‘অফেন্স’ দল এবং যারা বোলিং এবং ফিল্ডিং করে, তাদের বলা হয় ‘ডিফেন্স’ দল। অফেন্স দলের যে খেলোয়াড় ব্যাটিং করেন, তাঁকে বলা হয় ‘হিটার’ এবং ডিফেন্স দলের যিদি বল ছোড়েন তাঁকে বলা হয় ‘পিচার’। বুঝতেই পারছ ক্রিকেটের বোলিং, ব্যাটিংয়ের সঙ্গে কিছুটা মিল আছে এই খেলার। মোট ৯টি ইনিংসে অনুষ্ঠিত হয় এই খেলা। ৯ ইনিংসের মধ্যে যে দল বেশি রান জোগাড় করতে পারবে, সেই দল হবে বিজয়ী।

এ ছাড়া ১৯৭৩ সালের আজকের এই দিনে বাংলাদেশে প্রথম আণবিক শক্তি কমিশন গঠিত হয়।