ডুবে গেল

তখন আমি খুব ছোট ছিলাম। ছুটিতে আমার খালা ও আন্টিদের সঙ্গে নানুবাড়িতে বেড়াতে গিয়েছিলাম। নানুবাড়ির পুকুর আমার খুব প্রিয় ছিল, কিন্তু আম্মু সেখানে একা যেতে দিতেন না। একবার আমার ছোট আন্টির সঙ্গে পুকুরে গেলাম। আন্টি গোসল করার জন্য পানিতে নামলেন। আমাকে বললেন, পুকুরের পাড়ে বসার জায়গায় বসে থাকতে। আমি সেখানেই বসে ছিলাম। গোসল করতে করতে ছোট আন্টি বললেন, ‘দেখো, আমি ডুব দিচ্ছি।’ এরপর ডুব দিয়ে উঠে পড়লেন। আমি তো দেখে অবাক! তারপর আরেকটা ডুব। আমি খুব মজা পেলাম। কিন্তু তৃতীয় ডুবটা দিয়ে আন্টি আর ওঠেন না। আমি কিছুক্ষণ অপেক্ষা করলাম তিনি উঠবেন এই আশায়, তবু তাঁকে উঠতে না দেখে আমি প্রচণ্ড ভয় পেয়ে গেলাম। ভাবলাম, ‘ডুবে গেল নাকি?’ তারপর ভয়ে ‘ডুবে গেল! ডুবে গেল!’ চিৎকার করতে করতে বাড়িতে পৌঁছে গেলাম। সবাই অবাক হয়ে জিজ্ঞেস করল, ‘কে ডুবে গেল?’ আমি কাঁদতে কাঁদতে বললাম, ‘ছোট আন্টি ডুবে গেল!’ আমার কথা শুনে সবাই দৌড়ে পুকুরে গেল, আমিও তাদের সঙ্গে গেলাম। কিন্তু গিয়ে দেখি, আন্টি সিঁড়িতে বসে বসে হাসছেন। কারণ জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘তোমাকে একটু ভয় দেখানোর জন্য এমন করলাম।’ শুনে আমার মাথার রক্ত রাগে টগবগ করে উঠল। ওই দিন রাগ করে ছোট আন্টির সঙ্গে আর কথাই বলিনি।

লেখক: শিক্ষার্থী, দশম শ্রেণি, বন্দর কর্তৃপক্ষ বালিকা উচ্চবিদ্যালয়, চট্টগ্রাম

আরও পড়ুন