বন্ধু

৫ আগস্ট বেলা তিনটা।

আম্মু হঠাৎ বলল, শেখ হাসিনা পদত্যাগ করেছেন। আমি বললাম, সত্যি?

আম্মু বলল, হ্যাঁ, দেখ নিউজে দেখাচ্ছে। গিয়ে দেখলাম, সত্যি শেখ হাসিনা পদত্যাগ করেছেন। তাড়াতাড়ি করে বাসা থেকে বেরিয়ে গেলাম। রাস্তায় নেমে দেখলাম, অনেক মানুষ এই বিজয়ে আনন্দ করছেন। এত মানুষের মধ্যেও আমার মনে পড়ল আমার বন্ধুর কথা। সে-ই আমাকে প্রথম বলেছিল, ‘দেখিস, একদিন আবার বাংলাদেশ স্বাধীন হবে।’ রাস্তায় না গিয়ে আমি আরেক দিকে যাওয়া শুরু করলাম। আমার বন্ধুকে বলতে হবে না যে বাংলাদেশ স্বাধীন হয়েছে? ওই তো দেখা যাচ্ছে তাকে, বাঁশ দিয়ে ঘেরা মাটির নিচে শুয়ে আছে আমার বন্ধু অয়ন। ১৯ জুলাই পুলিশের গুলিতে সে শহীদ হয়। তার কবরের কছে গিয়ে বললাম, বাংলাদেশ স্বাধীন হয়েছে। জানি না, সে শুনতে পেয়েছে কি না। তার কবর জিয়ারত করে বাসার দিকে রওনা দিলাম। আজ হয়তো তার নাম কেউ মুগ্ধ বা আবু সাঈদের মতো জানে না; কিন্তু সে আমার হৃদয়ে আজীবন মুগ্ধ, আবু সাঈদের মতো বেঁচে থাকবে।

দশম শ্রেণি, হরিনারায়ণপুর ইউনিয়ন উচ্চবিদ্যালয়, নোয়াখালী

আরও পড়ুন