সম্প্রতি মিল্কিওয়ে গ্যালাক্সিতে একটি নতুন সৌরজগতের সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। ওই সৌরজগতের নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরছে ছয়টি গ্রহ। গ্রহগুলো ঘুরছে একটি নির্দিষ্ট ছন্দে, অনেকটা গাণিতিকভাবে। জ্যোতির্বিজ্ঞানীদের মতে, এ এক বিরল আবিষ্কার।
পৃথিবী থেকে ১০০ আলোকবর্ষ দূরে অবস্থিত এ সৌরজগতের নাম দেওয়া হয়েছে ‘এইচডি ১১০০৬৭’। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার ট্রানজিটিং এক্সোপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইট (টেস) ও ইউরোপীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসার ক্যারেক্টারাইজিং এক্সোপ্ল্যানেট স্যাটেলাইটের (সিএইচওপিএস) তথ্য যুগ্মভাবে ব্যবহার করে সন্ধান পাওয়া গেছে এই সৌরজগতের।
ওই সৌরজগতের গ্রহগুলো পৃথিবী থেকে দুই থেকে তিন গুণ বড়। ঘনত্বও অনেক বেশি। আমাদের সৌরজগতের গ্রহদানব বৃহস্পতির কাছাকাছি ঘনত্ব এসব গ্রহের। এগুলো নিজ সূর্যের চারপাশে ৯ থেকে ৫৪ দিনের মধ্যে একবার ঘুরে আসে। তবে গ্রহগুলো ঘোরে নির্দিষ্ট জ্যামিতিক ছন্দ মেনে। এ ধরনের ছন্দ খুব বেশি সৌরজগতে দেখা যায়নি।
বিজ্ঞানীরা মনে করেন, মহাবিশ্বের সব সৌরজগতের সূচনা এভাবেই হয়েছিল। এমনকি আমাদের সৌরজগৎও। কিন্তু পরে আর সেভাবে থাকেনি। কালের আবর্তে পরিবর্তিত হতে হতে বর্তমান অবস্থায় পৌঁছেছে।