বাংলাদেশ ই–মেইল সোসাইটির পক্ষ থেকে প্রতিবাদ

ই-মেইলছবি: উইকিমিডিয়া

প্রিয় কিআ,

আমি হলাম ই–মেইল। নভেম্বর সংখ্যায় দেখলাম, ‘চিঠির খাম’-এর চিঠি ছাপিয়েছ। তা আমরাই–বা থেমে থাকব কেন? খাম তার চিঠিতে ‘হতচ্ছাড়া’সহ ই–মেইলকে নিয়ে যেসব অবমাননাকর শব্দ ব্যবহার করেছে, ‘বাংলাদেশ ই–মেইল সোসাইটির’ পক্ষ থেকে আমি এর তীব্র নিন্দা জানাই। শিগগিরই খামের নামে মানহানির মামলা করার প্রস্তুতি চলছে। তবে তুমিও ছাড় পাবে না। বাংলাদেশ ই–মেইল সোসাইটির পক্ষ থেকে তোমাকে ৩০ দিনের আলটিমেটাম দেওয়া হলো। এই ৩০ দিনের মধ্যে ‘চিঠিপত্তর’ বিভাগের নাম পরিবর্তন করে ‘ই–মেইলপেপারস’ করতে হবে। অথবা ‘ই–মেইলপেপারস’ নামে নতুন বিভাগ খুলতে হবে। অন্যথায় আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। বাংলাদেশ ই–মেইল সোসাইটির এক সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আসলে কিআ, সত্যি বলতে কি, চিঠির খাম আমাদের থেকে একটু সিনিয়র বলে আমরা তাদের কিছুটা সম্মান করি। তাই বলে কি এসব কথা হজম হয়?

আতিক মাহমুদ

সপ্তম শ্রেণি, আফরোজ খান মডেল স্কুল, ময়মনসিংহ

কিআ: অত্যন্ত যৌক্তিক প্রতিবাদ। উত্তেজিত হয়ে ‘হতচ্ছাড়া’ শব্দটা ব্যবহার করায় ই–মেইল গোষ্ঠী খেপে গিয়েছ—এটা বুঝতে পারছি। তবে মামলা করার আগে খামের বিরুদ্ধে যে উকিল নোটিশ পাঠাবে, সেটা কিন্তু খামেই পাঠাতে হবে। ব্যাপারটা ভেবে দেখো। তা ছাড়া জাতীয় জীবনে যাবতীয় অনেক কিছু করার জন্যই খাম খুব গুরুত্বপূর্ণ। অতএব আমি বলি কি, ই–মেইল, খাম তোমরা মিলেমিশে থাকো। তাহলেই তো ঝামেলা চুকে যায়। আর চিঠিপত্তরের নাম বদলানোর কোনো দরকার নেই। মনে রাখবে, খাম আর ই–মেইল বাইরে কেবল, ভেতরে সবারই সমান চিঠি।

আরও পড়ুন