যে বই পড়তে সময় লাগবে ৮৩ ঘণ্টার বেশি
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী, পৃথিবীর দীর্ঘতম উপন্যাস হলো মার্সেল প্রুস্টের লেখা A la recherche du temps perdu (হারানো সময়ের সন্ধানে)। ১৯১২ সালে লেখা এই উপন্যাস মূলত লেখকের নিজের জীবনের গল্প। গড়পড়তা গতির কোনো পাঠকের পুরো বই পড়তে ৮৩ ঘণ্টার বেশি সময় লাগবে। এই মহাকাব্যিক উপন্যাস ১৩ খণ্ডে প্রকাশিত হয়। এর প্রথম খণ্ড লেখা হয়েছিল ১৯১২ সালে। এতে প্রায় ৯৬ লাখ ৯ হাজার অক্ষর এবং প্রায় ১৩ লাখ শব্দ রয়েছে। আর তুমি যদি বইয়ের আকার দেখে মুগ্ধ হও, তাহলে পৃথিবীর সবচেয়ে বড় বই The Klencke Atlas তোমার জন্য। বইটি ১ দশমিক ৭৫ মিটার লম্বা এবং খোলা অবস্থায় প্রায় ২ মিটার চওড়া। তবে এটি খুলতে কয়েকজন বন্ধুকে সঙ্গে রাখতে হবে। এত বড় বই একা খোলা খুব কঠিন।