ঈদ মানে একটু লম্বা ছুটি। আর ছুটি মানে আনন্দ। তাই তো এবার মা–বাবার সঙ্গে ঈদ আনন্দ করতে এসেছি গ্রামের বাড়িতে। ঈদে গ্রামে এলে অনেক মজা হয়। কেননা, ঈদের ছুটিতে গ্রামে এলে দেখা হয় ফুফু, মামা ও কাজিনদের সঙ্গে। বাড়িতে একটা উৎসব উৎসব ভাব থাকে। সবচেয়ে মজা হয় ঈদের দিন। খুব সকালে ঘুম থেকে উঠে গোসল করে নতুন পাঞ্জাবি–পায়জামা পরে ঈদের নামাজ পড়তে যাওয়া। নামাজ শেষে কোলাকুলি করা এবং সবার সঙ্গে ছবি তোলা। বাড়ি এসে ঘুরে ঘুরে সবার কাছ থেকে ঈদের সালামি কালেকশন করা। ঈদের সালামি কালেশন করা যে কী আনন্দ, তা বলে বোঝানো যাবে না। তারপর ছোটদের ঈদ সালামি দেওয়া। ঈদ সালামি দিতে গেলে মনে হতো বড় হওয়া থেকে ছোট থাকা কত আনন্দের ছিল। তারপর বন্ধুদের বাড়িতে মিষ্টি, পায়েস, সেমাই, পোলাও ইত্যাদি খাওয়া। আর বিকেলে পরিবারের সবাই মিলে নদীতে ট্রলার দিয়ে ঘুরতে যাই। নদীতে বিকেলে ঘুরতে বের হলে প্রকৃতির চারপাশের সৌন্দর্য ঈদের আনন্দকে বাড়িয়ে দেয়। ঝকমকে আকাশের দিকে তাকালে যেন মনে হয় শিল্পীর তুলিতে আঁকা কোনো এক দৃশ্য। হিম হিম ঠান্ডা হাওয়া শরীর ও মন যেন ঠান্ডা করে দেয়। ট্রলারে পরিবারের সঙ্গে গল্প–আড্ডা দারুণ জমে ওঠে। তারপর সুয্যিমামার ডুবে যাওয়ার দৃশ্য দেখতে দেখতে আমাদের ট্রলারে ভ্রমণযাত্রা শেষ হয়। ঈদের একটি দিন পরিবারের সঙ্গে সময় কাটানোর পর আনন্দে মনটা ভরে ওঠে।
লেখক: শিক্ষার্থী, একাদশ শ্রেণি, এস ই এল মডেল একাডেমি, চাঁদপুর