মেঘে মেঘে ঘুরে বেড়ানো সোফির গল্প

জানা–অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটি পাতা। এর মধ্যে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ১৮ আগস্ট ২০২৪। বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল, যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!

মাটিতে ভ্রমণ করতে নাকি ভয় পেতেন তিনি। তাই ঘুরে বেড়ানোর জন্য বেছে নিয়েছিলেন আকাশপথকে। এ জন্য মনে হয় হট এয়ার বেলুনে চেপে পাড়ি জমাতেন মেঘের দেশে। ভ্রমণ পরিচালনা করে নিয়ে যেতেন অন্যদের। বলছিলাম সোফি ব্ল্যানচার্ডের কথা। আজ ১৮ আগস্ট। ১৮০৫ সালের এই দিনে প্রথমবারের মতো পেশাদার মনুষ্যবাহী বেলুনচালক হিসেবে যোগদান করেন সোফি ব্ল্যানচার্ড।

১৭৭৮ সালে কিংডম অব ফ্রান্সে জন্ম হয় সোফির। বেলুন চালনার পাশাপাশি তিনি ছিলেন একজন বৈমানিক। বিয়েও করেছিলেন একজন বৈমানিককে। স্বামীর অনুপ্রেরণায় সোফি শখকে পেশায় রূপ দেন। সমতলের আঁকাবাঁকা ভঙ্গুর পথ মোটেও ভালো লাগত না তাঁর, বরং আকাশে পাখির মতো উড়ে ছবির মতো শহরটাকে দেখতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেন। তবে উড়তে গিয়েই নিজের জীবনটা হারিয়েছিলেন এই নারী। ১৮১৯ সালে আকাশপথে এক দুর্ঘটনায় প্রাণ হারান সোফি ব্ল্যানচার্ড।

অন্যদিকে এই দিনে পেটেন্ট পেয়েছিল বিচিত্র এক গোলাপ। লাল কিংবা হলুদ গোলাপ তো প্রায়ই দেখা যায়। কিন্তু তোমরা কি কখনো রুপালি গোলাপ দেখেছ? ১৯৩১ সালের আজকের এই দিনে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের হেনরি বোসেনবার্গ নামের এক ব্যক্তি রুপালি ও গোলাপি রঙের মিশেলের নতুন রঙের গোলাপের পেটেন্ট লাভ করেন। নতুন এই গোলাপের জাতের নাম দেওয়া হয় ‘নিউ ডন’। বছরজুড়েই গাছে দেখতে পাওয়া যায় এই প্রজাতিকে।

এ ছাড়া আজকের এই দিনে জন্মগ্রহণ করেছিলেন বাংলাদেশের প্রখ্যাত নাট্যকার ও গবেষক সেলিম আল দীন। ১৯৪৯ সালের ১৮ আগস্ট ফেনীর সোনাগাজী উপজেলার সেনেরখিল গ্রামে জন্মগ্রহণ করেন তিনি।

আরও পড়ুন