বিশ্বে প্রথম যিনি সাইকেলে চড়ে বিশ্বভ্রমণ করেছেন

জানা অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটা পাতা। এর মাঝে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও, কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ১৭ ডিসেম্বর ২০২৪। চলো দেখি, বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল।

আজকের এই দিনে : ১৭ ডিসেম্বর 

১৮৮৬ সালের ১৭ ডিসেম্বর।  ব্রিটিশ সাইক্লিস্ট থমাস স্টিভেনস সেই দিন পৌঁছান জাপানের ইয়োকোহামায়। থমাস ছিলেন সেই ব্যক্তি, যিনি প্রথমবারের মতো বাইসাইকেলে চেপে পুরো বিশ্ব ভ্রমণ করেন।

১৮৮৪ সালে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো থেকে শুরু হওয়া এই দুঃসাহসিক অভিযানে তিনি যান পৃথিবীর নানা প্রান্তে। উত্তপ্ত মরুভূমি, দুর্গম পর্বত, বিপজ্জনক অরণ্য, ব্যস্ত নগরী- কী ছিল না এই অভিযানে? একটি পেনি-ফার্থিং বাইসাইকেল নিয়ে শুরু হওয়া এই যাত্রায় তিনি শুধু মাইলের পর মাইল অতিক্রম করেননি, সেই সঙ্গে পরিচিত হয়েছেন বিভিন্ন সংস্কৃতি, মানুষের জীবনযাপন এবং তাঁদের আতিথেয়তার গল্পের সঙ্গেও।

তাঁর দুঃসাহসিক অভিজ্ঞতাগুলো তিনি লিপিবদ্ধ করেন হার্পার ম্যাগাজিনে প্রকাশিত একাধিক নিবন্ধে। পরবর্তীতে সেগুলো বই আকারে প্রকাশিত হয় ‘অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড অন আ বাইসাইকেল’ নামে। 

১৮৯২ সালের আজকের এই দিনে প্রকাশিত হয় বিশ্বখ্যাত সাপ্তাহিক ম্যাগাজিন ভোগের প্রথম সংখ্যা। 

আরও পড়ুন