একদিন একটা ছেলে গেল আইসক্রিমের দোকানে। সে ভেতরে গিয়ে একটা টেবিলে বসল।
পরিচারিকা এলেন। ছেলেটা বলল, একটা কোন আইসক্রিমের দাম কত?
৫ টাকা। পরিচারিকা বললেন।
ছেলেটা পকেটের টাকা গুনল। তারপর বলল, আচ্ছা, বার আইসক্রিমের দাম কত?
৪ টাকা। পরিচারিকা অধৈর্য হয়ে জবাব দিলেন।
আমাকে একটা বার আইসক্রিমই দিন।
পরিচারিকা এই গরিব ছোট খদ্দেরকে একটা বার আইসক্রিম দিলেন।
ছেলেটা আইসক্রিম খেতে খেতে বিদায় নিল। টেবিল পরিষ্কার করতে এসে পরিচারিকা দেখলেন, ছেলেটা এক টাকা রেখে গেছে বকশিশ হিসেবে।
পরিচারিকা স্তম্ভিত। তিনি ভেবেছিলেন, ছেলেটার টাকা নেই। এ ধরনের খদ্দের শুধু সময় নষ্ট করে। কিন্তু ছোট্ট ছেলেটা আসলে অনেক বড় মনের মানুষ।
প্রথম দেখাতেই তাই কারও সম্পর্কে সিদ্ধান্ত নিয়ে ফেলতে হয় না। একটুখানি সময় দিতে হয়।
আর ভালোমানুষি, ভালো ব্যবহার—এগুলো সব সময়ই উপকারী। তুমি যদি ভালো ব্যবহার করো, নম্র–ভদ্র হও, এটা তোমাকে শেষ পর্যন্ত জিতিয়ে দেয়। কারণ, তুমি মনে শান্তি পাবে। আমরা সবকিছুই করি শান্তির জন্য। ভালোর জন্য।
বর্ষাকাল পেরিয়ে যাচ্ছে। তবে বৃষ্টি এখনো আছে। এসো, আমরা একটা গাছের চারা রোপণ করি। সেই গাছটাকে বড় করি। গাছ আমাদের সবচেয়ে ভালো বন্ধু। গাছ জলবায়ুর পরিবর্তন রোধ করতে পারে। হঠাৎ বন্যা, হঠাৎ খরা—এসবের বিরুদ্ধে আমাদের অনেক কিছু করণীয় আছে। তবে পুরোটা তো আমি বা তুমি করে ফেলতে পারব না। ছোট একটা কাজ দিয়ে শুরু করি। একটা গাছ লাগাই।