আজ শহীদ বুদ্ধিজীবী দিবস
জানা অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটা পাতা। এর মাঝে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও, কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ১৪ ডিসেম্বর ২০২৪। চলো দেখি, বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল।
আজকের এই দিনে : ১৪ ডিসেম্বর
১৯৭১ সালের ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। মুক্তিযুদ্ধের শেষ লগ্নে, যখন স্বাধীনতা আমাদের ধরা দিবে নিশ্চিত, ঠিক তখনই পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা এ জাতির সেরা সন্তানদের নির্মমভাবে হত্যা করে। উদ্দেশ্য ছিল একটাই, একটি স্বাধীন জাতিকে পুরোপুরি মেধাশূন্য করে তোলা, যাতে ভবিষ্যতের বাংলাদেশ হয় নেতৃত্বহীন।
শহীদ বুদ্ধিজীবীরা ছিলেন সমাজের মশালধারী—শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, লেখক, প্রকৌশলী এবং সংস্কৃতিকর্মীরা। যারা ছিলেন দেশের শ্রেষ্ঠ সন্তানেরা। ১৪ ডিসেম্বর রাতে পাকিস্তানি বাহিনীর পরিকল্পনায় আলবদর বাহিনী ঢাকার রাজারবাগ, মিরপুর, মোহাম্মদপুরসহ বিভিন্ন স্থান থেকে বুদ্ধিজীবীদের ধরে নিয়ে যায়। পরে তাদের হাত, চোখ বাঁধা অবস্থায় রায়েরবাজার এবং মিরপুর বধ্যভূমিতে নির্মমভাবে হত্যা করা হয়।
১৯৬২ সালের এই দিনে শুক্র গ্রহে অভিযান চালাতে নাসার রোবোটিক যান মেরিনার-২ যাত্রা শুরু করে।