দুই প্রবাসী বাংলাদেশি কিশোর গোয়েন্দা
অয়ন-জিমি
লেখক: ইসমাইল আরমান
আমেরিকার পটভূমিতে রচিত আরেকটি কিশোর গোয়েন্দা সিরিজ, তবে এটি কোনো বিদেশি সিরিজের অনুকরণ নয়। প্রবাসী বাংলাদেশি কিশোর অয়ন হোসেন ও তার আমেরিকান বন্ধু জিমি পারকারের বিভিন্ন রহস্য সমাধানের কাহিনি এই সিরিজের মূল উপজীব্য। সিরিজের আরেকটি উল্লেখযোগ্য চরিত্র হলো ভিক্টোরিয়া ওয়েস্টমোর ওরফে রিয়া নামে একটি দুঃসাহসী মেয়ে।
প্রথম বই কালকুক্ষি বেরিয়েছিল ১৯৯২ সালে, সেবা প্রকাশনী থেকে। এখন বের হচ্ছে প্রথমা প্রকাশন থেকে। এখন পর্যন্ত প্রকাশিত বইয়ের সংখ্যা ২৫। কিআতেও মোটামুটি নিয়মিতভাবেই প্রকাশিত হয় এদের কাহিনি। উল্লেখযোগ্য বই বিপদের ছয়টি আঙুল, কালো মেঘ, নিশিপতঙ্গ, আজব কারিগর ইত্যাদি।