জানা–অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটি পাতা। এর মাঝে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও, কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ৩ সেপ্টেম্বর ২০২৪। বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল, যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!
মহানায়ক উত্তমকুমারের জন্মদিন
মনভোলানো হাসি, কোমল হৃদয় আর সুনিপুণ অভিনয়শৈলী, এই হলো সিনেমার নায়ক উত্তমকুমারের। আসল নাম অরুণ কুমার চট্টোপাধ্যায়। সদা হাস্যোজ্জ্বল এই অভিনেতার আজ ৯৮তম জন্মদিন। সিনেমার জগতে মহানায়কখ্যাত উত্তমকুমার ১৯২৬ সালের ৩ সেপ্টেম্বর কলকাতার ভবানীপুরে জন্মগ্রহণ করেন। মধ্যবিত্ত এক সাধারণ পরিবারে জন্ম তাঁর। খুব বেশি পড়াশোনার সুযোগ হয়নি বলে কলকাতা পোর্টে কেরানির চাকরি শুরু করেন। এর পাশাপাশি চালিয়ে যান শখের অভিনয়। মঞ্চ থেকেই শুরু। বহু কাঠখড় পুড়িয়ে সুযোগ পান বড় পর্দায়। ক্যারিয়ারের প্রথম দিকে বেশ কিছু ছবিতে অভিনয় করেন, যেগুলো খুব বেশি দর্শকের মনে সাড়া জাগাতে পারেনি। তবে এরপর যে চমক তাঁর জন্য অপেক্ষা করছিল, তা বোধ হয় তিনি নিজেও আন্দাজ করতে পারেননি।
১৯৫৩ সালে মুক্তি পায় উত্তমকুমার অভিনীত চলচ্চিত্র ‘সাড়ে চুয়াত্তর’। এই ছবিতে অভিনয় করার পর বাংলা চলচ্চিত্র অঙ্গনে প্রশংসার ঝড় ওঠে। আকাশসমান জনপ্রিয়তা পান তিনি। সেই থেকে শুরু। এরপর কাজ করেন ‘চাওয়া পাওয়া’, ‘বিপাশা’, ‘হারানো সুর’, ‘পথে হল দেরী’, ‘সপ্তপদী’, ‘সাগরিকা’, ‘নায়ক’—আরও কত সিনেমায়। ফলে বাংলা সিনেমার পঞ্চাশ থেকে ষাটের দশক ছিল শুধুই উত্তমময়।
উত্তমকুমারের চলে যাওয়ার প্রায় ৫০ বছর হতে চলল। তবু আজও তিনি বাঙালির কাছে মহানায়ক হয়ে রইলেন।
সান মারিনোর যাত্রা শুরু
ইউরোপ মহাদেশে অবস্থিত ছোট্ট এক দেশ, পৃথিবীর অন্যতম ক্ষুদ্র রাষ্ট্র সান মারিনো। বিশ্বের সবচেয়ে পুরোনো প্রজাতন্ত্র বলা হয় একে। প্রথমে এর নাম ছিল সেন্ট মেরিনাস। ৩০১ সালের আজকের এই দিনে এই ছোট এই রাষ্ট্রের যাত্রা শুরু হয়েছিল।