বৈদ্যুতিক বাল্ব যেভাবে পেলাম

টমাস আলভা এডিসনসংগৃহীত
জানা অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটা পাতা। এর মাঝে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও, কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ২১ অক্টোবর ২০২৪। চলো দেখি, বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল।

প্রায় দেড় শ বছর আগে টমাস আলভা এডিসনের বৈদ্যুতিক বাতি আবিষ্কার বদলে দিয়েছিল পুরো পৃথিবীকে। সেই যুগান্তকারী ঘটনা ঘটেছিল আজকের এই দিনে। ১৮৭৯ সালের এই দিনে টমাস আলভা এডিসন তাঁর আবিষ্কার করা বৈদ্যুতিক বাল্বের পেটেন্ট আবেদন করেন। অল্প দিনেই সেই বাল্ব জনপ্রিয় হয়ে ওঠে।

ছোটবেলা থেকে চারপাশের এটা-সেটা নিয়ে আগ্রহের শেষ ছিল না এডিসনের। সারা জীবন নানান গবেষণায় যুক্ত ছিলেন তিনি। এভাবেই বিশ্ববাসীকে উপহার দিয়েছেন একের পর এক যুগান্তকারী আবিষ্কার। আধুনিক বৈদ্যুতিক বাতি ছাড়া সাউন্ড রেকর্ডিং, ভিডিওগ্রাফির মতো আরও মোট ১ হাজার ৯৩টি আবিষ্কারের পেটেন্ট রয়েছে বিজ্ঞানী টমাস আলভা এডিসনের নামে।

অন্যদিকে ১৮৫৪ সালের আজকের এই দিনে আহত ব্যক্তিদের সেবার ব্রত নিয়ে যুক্তরাজ্য ছেড়ে ফ্লোরেন্স নাইটিঙ্গেল পাড়ি জমান তখনকার কনস্টান্টিনোপলে।

আরও পড়ুন