জানা অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটা পাতা। এর মাঝে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও, কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ২৫ নভেম্বর ২০২৪। চলো দেখি, বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল।
১৯১৫ সালের আজকের এই দিনে পদার্থবিজ্ঞানের ইতিহাসে ঘটে যুগান্তকারী এক ঘটনা। মার্কিন পদার্থবিদ আলবার্ট আইনস্টাইন একটি তত্ত্ব প্রকাশ করেন, যা ‘রিলেটিভিটি থিওরি’ বা আপেক্ষিকতা তত্ত্ব নামে পরিচিত। এই তত্ত্বের মাধ্যমে তিনি প্রচলিত নিউটনীয় ভৌতবিজ্ঞানের ধারণাগুলোর পরিবর্তন আনেন। আইনস্টাইন দেখান স্থান, কাল ও ভর—এই তিন বিষয় নিরপেক্ষ বা পরম কিছু নয়; বরং এগুলো আপেক্ষিক। অর্থাৎ এগুলোর মান বা প্রকৃতি নির্ধারিত হয় পর্যবেক্ষকের অবস্থান ও গতির ওপর ভিত্তি করে।
আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব মূলত দুই ভাগে বিভক্ত: বিশেষ আপেক্ষিকতা তত্ত্ব (Special Theory of Relativity) এবং সাধারণ আপেক্ষিকতা তত্ত্ব (General Theory of Relativity)।
এ ছাড়া ২০১৯ সালের ২৫ নভেম্বর জার্মানির ড্রেসডেন শহরে ঘটে এক চুরির ঘটনা। ঐতিহাসিক গ্রিন ভল্ট জাদুঘর থেকে সেদিন ১০০ কোটি ইউরো আর্থিক মূল্যের রাজকীয় গয়না চুরির ঘটনা ঘটে। আজ অব্দি সেই গয়নার হদিস মেলেনি।