শুভ জন্মদিন কিআআআআআআ!!!

কিআর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঠকছবি : আব্দুল ইলা
শুভ জন্মদিন কিআ শুনলে হয়তো বিশ্বাস করবে না, কিন্তু সত্যি কথা, আমাদের ডেস্কগুলোয় আর জায়গা নেই। কিআর জন্মদিন উপলক্ষে এত এত চিঠি পাঠিয়েছ তোমরা, মাঝেমধ্যে কম্পিউটারের মাউস, কলম হারিয়ে ফেলছি আমরা। সেখান থেকে কিছু শুভেচ্ছাবার্তা আমরা কোনোভাবে আঁটাতে পেরেছি দুই মলাটে। বাকি অসংখ্য শুভেচ্ছা ইচ্ছা থাকা সত্ত্বেও জায়গা দিতে পারলাম না। এ জন্য আমরা খুবই দুঃখিত। কিন্তু আমরা সবকটি চিঠি-ইমেইল পড়েছি। তোমাদের জন্য অনেক ভালোবাসা।

জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা! জানো কিআ, গত বছরের সেপ্টেম্বর মাস থেকে আমি তোমার নিয়মিত পাঠক, আর গত বছরের অক্টোবর মাসের সংখ্যাটা ছিল আমার কাছে তোমার দ্বিতীয় সংখ্যা। সেই সংখ্যা হাতে পাওয়ার পর জেনেছিলাম যে অক্টোবর মাসে তোমার জন্মদিন, তাই গত বছর তোমায় শুভেচ্ছা জানাতে পারিনি। কিন্তু জানো, এ ঘটনার পর আমি একদম শপথ করে নিয়েছিলাম যে তোমার ২০২৪ সালের জন্মদিনে শুভেচ্ছা জানাবই জানাব! কিন্তু দেখো, পড়ালেখার চাপে পড়ে চিঠি পাঠাতেই দেরি হয়ে গেল।

জানো কিআ, অক্টোবর মাসে আমারও জন্মদিন। তোমার জন্মদিন একদম প্রথম দিকে মানে ১ তারিখে, আর আমারটা ৩০ তারিখে, মানে শেষের দিকে। আমাদের কত মিল, তা-ই না?

শেষ করার আগে আবারও জানাতে চাই, শুভ জন্মদিন কিআ!

লেখক: শিক্ষার্থী, অষ্টম শ্রেণি, বেঞ্চমার্ক ইন্টারন্যাশনাল স্কুল, টঙ্গী, গাজীপুর

আরও পড়ুন