কিছু মানুষ কেন গণিত শিখতে পারে না
চাক্ষুষ গণিত
অনেক সময় গণিতে অপরিচিত শব্দ বা চিহ্ন ব্যবহারের কারণে কঠিন লাগে। কিন্তু কোনো ছবি আঁকা থাকলে আমরা সহজে বুঝতে পারি। তাই গণিতে ছবি ব্যবহার করে গণিতের ভীতি দূর করা যেতে পারে। অনেকে আবার ভাবতে পারো, আমি তো আঁকতে পারি না, এখন উপায়? তোমাকে খুব ভালোভাবে আঁকতে হবে না। শুধু দাগ দিয়ে স্কেচের মতো এঁকে নিলেই হবে। এতে গণিত বুঝতে সুবিধা হয়।
অনুশীলনই সাফল্যের চাবি
টিভিতে বা সামাজিক যোগাযোগমাধ্যমে এমন কোনো ভিডিও দেখেছ, যেখানে শিক্ষার্থীরা টপাটপ গণিতের উত্তর দিতে পারে। হিসাব করতে পারে চোখের নিমেষে। আমাদের মধ্যে যাদের গণিতের ভীতি আছে, তারা ওদের অনেক জিনিয়াস মনে করি। আসলে তুমি চাইলেও ও রকম জিনিয়াস হতে পারো। সে জন্য শুধু তিনটি গোপন মন্ত্র জানতে হবে। অনুশীলন, শর্টকাট শেখা ও প্রাথমিক কিছু গণনা মুখস্থ করা।
অনেকে মনে করে গণিত জটিল, সহজে বোঝা যায় না। তাই বেশির ভাগ মানুষ গণিত এড়িয়ে চলার চেষ্টা করে। এটা সত্যি যে কিছু মানুষ সহজে গণিত শিখতে পারে না। কারণ, তাদের শেখার পদ্ধতিতে সমস্যা আছে। তবে এমন মানুষও খুব বেশি নয়। একটু সময় নিয়ে নিয়মিত অনুশীলন করলে গণিত সহজে শেখা যায়। একবার গণিতের ভীতি কেটে গেলে আর গণিত এড়িয়ে চলতে হবে না।
ত্রয়োদশ শতাব্দীতে রজার বেকন বলেছিলেন, ‘যে গণিত জানে না, সে অন্যান্য বিজ্ঞান ও বিশ্ব সম্পর্কে জানতে পারবে না।’