আমার বান্ধবী রিতু ছোটবেলা থেকেই অনেক দুষ্টু। ডাব, আম, মিষ্টি, গুঁড়া দুধ—সবকিছু চুরি করে খেত। ক্লাস ফোরে থাকতে সে ফ্রিজ থেকে এক ফালি তরমুজ চুরি করে ঘরের দরজা বন্ধ করে খাচ্ছিল। এমন সময় তার খালামণি দরজা নক করা শুরু করেন। রিতু আর কোনো উপায় না পেয়ে কাপড় রাখার ড্রয়ারে তরমুজটা রেখে দরজা খুলল। এরপর তরমুজের কথা ভুলেই গিয়েছিল। কয়েক দিন পর তার মা ড্রয়ার খুলে দেখলেন তরমুজটা পচে গেছে।
লেখক: শিক্ষার্থী, শহীদ পুলিশ স্মৃতি কলেজ, ঢাকা
আরও পড়ুন