জানা-অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটি পাতা। এর মধ্যে উল্লেখযোগ্য গল্পগুলো আমাদের মনে থাকলেও কত গল্পই তো দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ০৬ মে ২০২৪। বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল, যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!
ফেসবুক, মেসেঞ্জারের যুগে চিঠি আদান-প্রদান তো প্রায় হারিয়েই গিয়েছে! কিন্তু একসময় যোগাযোগ মানেই ছিল চিঠিপত্র। চিঠির সঙ্গে অবধারিত হয়ে ওঠে ডাকটিকিট। এখনো অনেকের ডাকটিকিট সংগ্রহের শখ আছে। কিশোর আলোতেও ডাকটিকিট নিয়ে একটি কর্মশালার আয়োজন করা হয়েছিল। তবে তোমরা কি জানো, এই ডাকটিকিটের প্রচলন শুরু হয় কবে থেকে? আজই সেই বিশেষ দিন। ১৮৪০ সালের ১ মে রানি ভিক্টোরিয়ার ছবিসংবলিত ডাকটিকিট যুক্তরাজ্যে প্রথম চালু হয়। উইলিয়াম হুয়োনের আঁকা রানি ভিক্টোরিয়ার ছবি ব্যবহার করা হয় সেখানে। আজকের এই দিনে, অর্থাৎ ৬ মে আনুষ্ঠানিকভাবে বিশ্বে ডাকটিকিটের প্রচলন ঘটে। প্রথম সেই ডাকটিকিটের নাম ছিল ‘পেনি ব্ল্যাক’। এর নকশা করেছিলেন রোল্যান্ড হিল। যাঁকে ‘ফাদার অব পোস্টেজ স্ট্যাম্প’ বলা হয়। বর্তমানে এই ডাকটিকিটের মাত্র দুটি কপি সংগ্রহের খোঁজ পাওয়া যায়। যার একটি কয়েক বছর আগে যুক্তরাষ্ট্রের এক নিলামে পাঁচ মিলিয়ন মার্কিন ডলারে বিক্রি হয়।
১৮৩৫ সালের আজকের এই দিনে প্রকাশিত হয় নিউইয়র্ক হেরাল্ড পত্রিকার প্রথম সংখ্যা। এর প্রকাশক ছিলেন জেমস গর্ডন ব্যানাট।
এ ছাড়া ২০১৫ সালের আজকের এই দিনে মারা যান বাংলাদেশের প্রখ্যাত ভাস্কর নভেরা আহমেদ। তিনি ছিলেন আমাদের শহীদ মিনারের প্রাথমিক দুই নকশাকারের একজন।