২০২১–এর মে মাসের ঘটনা। আমি আবার কে-পপ ব্যান্ড ‘টিএক্সটি’–এর ফ্যান। তো সেদিন টিএক্সটির দ্বিতীয় অ্যালবাম ‘দ্য ক্যাওস চ্যাপ্টার: ফ্রিজ’-এর কনসেপ্ট ফটো বের হয়েছিল। আমি যে–ই না ছবিগুলো দেখতে যাব, তখনই আম্মু বলল ভাত আর ডাল বসাতে। আমি তাড়াতাড়ি সেগুলো চুলায় বসিয়ে দৌড় দিলাম ছবিগুলো দেখতে। ছবিগুলো অনেক সুন্দর আর জাঁকজমক ছিল। ‘এবার এই অ্যালবাম অনেক জনপ্রিয় হবে...’ বলতে বলতে আমি ডালের জন্য পেঁয়াজ আর মরিচ কাটতে বসলাম। পেঁয়াজ-মরিচ কাটা শেষে আমি সেগুলো ডালে দিয়ে চলে গেলাম। কিছুক্ষণ পর আম্মু এসে বলল, ‘ডালে পেঁয়াজ-মরিচ কই?’ বললাম, ‘আমি তো ডালে পেঁয়াজ-মরিচ দিয়েছি।’ আম্মু তখন চামচে করে একটু মরিচ আর পেঁয়াজসহ ভাত তুলে এনে বলল, ‘এই তোর ডালে দেওয়া পেঁয়াজ-মরিচ?’ তখন বুঝলাম, উত্তেজনায় আমি ডালের বদলে ভাতের মধ্যে পেঁয়াজ-মরিচ দিয়ে দিয়েছি। কী বলব খুঁজে না পেয়ে হাসতে শুরু করলাম। অতি উত্তেজনা যে ভালো না, সেদিন সেই পেঁয়াজ-মরিচের স্বাদযুক্ত ভাত খেয়ে বুঝতে পেরেছিলাম।