কাগজ দিয়ে বানাই চেয়ারে বসা বিড়াল

রঙিন চশমা চোখে দুই বিড়ালফাইল ছবি: প্রথম আলো

১. শুরুতে একটি বর্গাকার কাগজ নাও এবং এর মাঝবরাবর ভাঁজ করে ভাঁজ ফিরিয়ে নাও।

২. এখানে ওপর থেকে নিচে আঁকা গোলাপি রেখাটি কাগজের মাঝবরাবর নির্দেশ করে। এবার প্রথমে কাগজের মাঝখানের লাইনটি ঠিক রেখে পেনসিল দিয়ে আকাশের চাঁদ, চেয়ার, চেয়ারে বসে থাকা বিড়াল এঁকে নাও।

আরও পড়ুন

৩. এবার এঁকে নেওয়া কালো দাগ বরাবর খুব সাবধানে কাঁচি চালাতে থাকো। এতে করে ১ ও ২ নম্বর বক্স ও চাঁদের মাঝের অংশটা বাদ পড়ে যাবে।

৪. এবার আবার আগের ভাঁজের মাঝবরাবর ভাঁজ করে হালকাভাবে মেলে ধরো।

বাহ! এই তো পাওয়া গেল চেয়ারে বসা থাকা মিউমিউ বিল্লির দেখা।

আরও পড়ুন