জানা অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটা পাতা। এর মাঝে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও, কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ২৬ নভেম্বর ২০২৪। চলো দেখি, বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল।
এক শতাব্দীর বেশি সময় ধরে পাঠকদের মুগ্ধ করে আসছে লুইস ক্যারলের অসাধারণ সৃষ্টি অ্যালিস’স অ্যাডভেঞ্চার ইন ওয়ান্ডারল্যান্ড। কালজয়ী এ বইটি ১৮৬৫ সালের আজকের এই দিনে লন্ডনে প্রথম প্রকাশিত হয়। সময়ের চেয়ে এগিয়ে থাকা কল্পনাশক্তি, রূপকধর্মী চরিত্রের কারণে এটি শুধু শিশুসাহিত্য নয়, গোটা বিশ্ব সাহিত্যের এক অমূল্য সম্পদ হিসেবে বিবেচিত হয়ে আসছে।
অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড নামের এ বইয়ের গল্পে এক অদ্ভুত জগতে পা রাখে অ্যালিস। এক খরগোশের গর্তে পড়ে গিয়ে সে এমন এক জগতে পৌঁছায়, যেখানে সবকিছুই ওলটপালট। এভাবেই শুরু হয় অ্যালিসের বিস্ময়কর সব অভিজ্ঞতা।
বইটি প্রকাশের পরপরই অল্প সময়ে পাঠকদের মন জয় করে নেয়। পরবর্তী সময়ে এটি নানা ভাষায় অনূদিত হয়। শুধু সাহিত্যেই নয়, লুইস ক্যারলের এই গল্প চলচ্চিত্র, নাটক, অ্যানিমেশন, এমনকি ভিডিও গেমের মাধ্যমেও উঠে এসেছে।
চলচ্চিত্র–জগতের প্রথম দিককার অন্যতম থ্রিডি চলচ্চিত্র বিওয়ানা ডেভিল। ১৯৫২ সালের আজকের এই দিনে যুক্তরাষ্ট্রে মুক্তি পায় চলচ্চিত্রটি।