কোন দেশের মানুষ সবচেয়ে বেশি বই পড়ে

আইসল্যান্ড

আইসল্যান্ডের নাম উঠলে সাধারণত ভাইকিংদের হিংস্র ইতিহাস বলা হয়। তবে বাস্তবতা হলো, আইসল্যান্ডের মানুষ অনেক বেশি পরিশীলিত, সভ্য ও বুদ্ধিদীপ্ত। ভাইকিং যুগ অনেক আগে চলে গেছে। বর্তমানের আইসল্যান্ড আমাদের জন্য একটি দৃষ্টান্ত। কিছু পরিসংখ্যান থেকে জানা যায়, বই পড়ার ক্ষেত্রে আইসল্যান্ডের মানুষ পৃথিবীর সবচেয়ে বইপ্রেমী জাতি। আইসল্যান্ডের ৫০ শতাংশ মানুষ বছরে ৮টির বেশি বই পড়ে। আর ৯৩ শতাংশ মানুষ অন্তত একটি বই পড়ে। এ প্রবণতা সম্ভবত আইসল্যান্ডবাসীর ঐতিহ্যের কারণে। সবচেয়ে উল্লেখযোগ্য হলো, তাঁদের ক্রিসমাসে একে অপরকে বই উপহার দেওয়ার ঐতিহ্য। শুধু তা–ই নয়, তারা ক্রিসমাসের সন্ধ্যায় বই পড়ে এবং চকলেট খেয়ে একসঙ্গে সময় কাটায়।

আরও পড়ুন