এখন পর্যন্ত কোন কোন বাংলাদেশি এভারেস্ট জয় করেছেন
মাউন্ট এভারেস্টে প্রথম অভিযান পরিচালিত হয় শতাধিক বছর আগে। ব্রিটিশ সরকার পরিচালিত সেই জরিপ অভিযানটি ছিল ১৯২১ সালে। এর মাধ্যমেই মাউন্ট এভারেস্টে মানুষের সাফল্য-ব্যর্থতার গল্পগাথা শুরু। ১৯৫৩ সালের ২৯ মে নেপালের শেরপা তেনজিং নোরগেকে সঙ্গে নিয়ে প্রথমবারের মতো বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের চূড়ায় উঠেছিলেন নিউজিল্যান্ডের পর্বতারোহী এডমন্ড হিলারি। তাঁদের পথ ধরে শত শত রোমাঞ্চপ্রিয় মানুষ গেছেন এভারেস্ট অভিযানে।
২০১০ সালে প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্টের শীর্ষে ওঠেন মুসা ইব্রাহীম। এরপর ২০১১ ও ২০১২ সালে দুবার এভারস্ট জয় করেন এম এ মুহিত। প্রথম বাংলাদেশি নারী হিসেবে ২০১২ সালের এভারেস্টের চূড়ায় আরোহণ করেন নিশাত মজুমদার। একই বছর ওয়াসফিয়া নাজরীনও জয় করেন এভারেস্ট। ২০১৩ সালে এভারেস্টজয়ী পঞ্চম বাংলাদেশি সজল খালেদ এভারেস্টচূড়া থেকে নেমে আসার সময় মারা যান। এর ১১ বছর পর এভারেস্টের চূড়ায় বাংলাদেশের লাল-সবুজ পতাকা ওড়ালেন বাবর আলী।