জানা-অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটি পাতা। এর মধ্যে উল্লেখযোগ্য গল্পগুলো আমাদের মনে থাকলেও কত গল্পই তো দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ১৫ মার্চ ২০২৪। বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল, যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!
একজন মানুষের দেওয়া রক্তে প্রাণ বাঁচতে পারে আরেকজনের। বিষয়টি আমাদের জানা থাকলেও কখনো কি এর গুরুত্ব ভেবে দেখেছ? রক্তদানের যদি এমন উপায় আবিষ্কৃত না হতো, তবে একবার ভেবে দেখো, অকালেই কত প্রাণ ঝরে যেতে। রক্ত সঞ্চালনের পুরো ব্যাপারটি প্রথমে পরীক্ষামূলক চালনা করা হয় দুটি কুকুরের মধ্যে। সময় ১৬৬৬ সাল। এরপর সেই কাজ মানুষের দেহে সম্পাদন করতে লাগে আরও দেড় শ বছর। ১৮১৮ সালে ডা. জেমস ব্লান্ডেল নামের একজন ইংরেজ ধাত্রীবিদ্যাবিশারদ নিজের আবিষ্কৃত যন্ত্রের মাধ্যমে প্রথম একজন রোগীর দেহে আরেক ব্যক্তির রক্ত সঞ্চালন করেন, যা সফল হয়। সেই থেকে বিষয়টি আরও পরিষ্কার হয়। ধীরে ধীরে পুরো বিশ্ব রক্তদানের গুরুত্ব ও প্রয়োজনীয়তা বুঝতে পারে। সেই প্রয়োজনীয়তা থেকেই ১৯৩৭ সালের আজকের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগোর কুক কাউন্টি হাসঅপাতালে বিশ্বের প্রথম ব্লাডব্যাংক স্থাপিত হয়।
১৫৬৪ সালের আজকের এই দিনে মুঘল সম্রাট আকবর জিজিয়া কর বিলুপ্ত করেন। মূলত অমুসলিমদের ওপর এই কর ধার্য ছিল।
এ ছাড়া ১৯৮৯ সালের আজকের এই দিনে বাংলাদেশ-চীন মৈত্রী সেতু উদ্বোধন করা হয়, যা ঢাকাসংলগ্ন বুড়িগঙ্গা নদীর ওপর নির্মাণ করা হয়।
১৯৯৩ সালের ১৫ মার্চ জন্মগ্রহণ করেন ফরাসি ফুটবলার পল পগবা। একই দিনে জন্ম নেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট।