জানা অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটা পাতা। এর মাঝে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও, কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ২ জুন, ২০২৪। বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!
১৯২৬ সালের ২১ এপ্রিল প্রিন্স অ্যালবার্টের কোলজুড়ে এল ফুটফুটে এক কন্যাসন্তান। নাম রাখা হলো দ্বিতীয় এলিজাবেথ। সেই এলিজাবেথ বড় হয়ে বসলেন সিংহাসনে। আর তারপর রাজ্য শাসন করলেন প্রায় টানা ৭০ বছর। সিংহাসনে আরোহণের সময়ে রানি দ্বিতীয় এলিজাবেথের বয়স ছিল মাত্র ২৬ বা ২৭ বছর। এর আগে ১৯৩৭ সালে, মাত্র ১১ বছর বয়সে তিনি তাঁর বাবা প্রিন্স অ্যালবার্টকে রাজা হিসেবে অভিষিক্ত হতে দেখেন। মজার বিষয় হলো, তাঁর কখনোই রানি হওয়ার কথা ছিল না। এমনকি তাঁর বাবারও রাজা হওয়ার কথা ছিল না। কেননা তিনি ছিলেন রাজা পঞ্চম জর্জের ছোট ছেলে।
রাজপরিবারের নিয়ম অনুযায়ী, রাজার বড় ছেলে পরবর্তী রাজা হওয়ার ক্ষমতা রাখে। কিন্তু কীভাবে যেন রানি দ্বিতীয় এলিজাবেথের ভাগ্য খুলে গেল। পারিবারিক কারণে পঞ্চম জর্জের বড় ছেলে অষ্টম এডওয়ার্ড রাজা হওয়ার সুযোগ হারান। ফলে রাজা হিসেবে সিংহাসনে বসেন রানি দ্বিতীয় এলিজাবেথের বাবা প্রিন্স অ্যালবার্ট। আর তারপর তিনি।
১৯৫৩ সালের ২ জুন ওয়েস্টমিনস্টার এবেতে ব্রিটেনের রানি হিসেবে দ্বিতীয় এলিজাবেথের অভিষেক ঘটে। রানি হিসেবে অভিষেকের ঘটনাটি সেদিন টেলিভিশনেও সম্প্রচারিত হয়েছিল, এমনকি শুধু যুক্তরাজ্যেই প্রায় ২৭ মিলিয়ন মানুষ সেটি একসঙ্গে উপভোগ করেছিলেন।
এ ছাড়া ১৯৬৫ সালের আজকের এই দিনে বাংলাদেশে মারাত্মক এক ঘূর্ণিঝড়ে ৩০ হাজার লোকের প্রাণহানি ঘটে।