যে গ্রহে পানি ছিল

সূর্যের চারপাশে মঙ্গল গ্রহের একবার ঘুরতে সময় লাগে পৃথিবীর ৬৮৭ দিন

সৌরজগতের চতুর্থ গ্রহ মঙ্গল। গ্রহটির পৃষ্ঠ ঠান্ডা ও ধুলাময়। এই ধুলা মূলত ফেরিক অক্সাইড। এর প্রভাবেই মঙ্গলের পৃষ্ঠ লালচে দেখায়। গ্রহটিতে পাথুরে পাহাড় ও উপত্যকা আছে। মঙ্গলে প্রায়ই ধূলিঝড় হয়, হয় তুষারপাতও। পানি জমে থাকে বরফ আকারে। বিজ্ঞানীদের ধারণা, এই পানি একসময় উষ্ণ ছিল। মঙ্গলের বায়ুমণ্ডল খুবই পাতলা। বর্তমানে গ্রহটিতে পানি থাকা সম্ভব নয়। কিন্তু বিজ্ঞানীরা বিশ্বাস করেন, একসময় পানি ছিল গ্রহটিতে। জীবনধারণের উপযোগী ছিল মঙ্গল। মঙ্গলের দুটি উপগ্রহ আছে, ফেবোস ও ডেমোস।

পরিসংখ্যান

আবিষ্কার : প্রাচীন জ্যোতির্বিদেরা আবিষ্কার করেছেন এবং গ্রহটি খালি চোখে দেখা যায়।

নামকরণ : রোমান পুরাণের যুদ্ধদেবতা

মার্সের নামানুসারে।

ব্যাস : ৬ হাজার ৭৮৭ কিলোমিটার।

বছর : পৃথিবীর ৬৮৬ দিনের সমান।

দিনের দৈর্ঘ্য : ২৪ ঘণ্টা ৩৭ মিনিট।

আরও পড়ুন