মাথা ন্যাড়া করলে কি চুল আরও ঘন হয়
যা জানো: চুল ফেলে দিলে, নতুন চুল আরও ঘন ও কালো হয়ে গজাবে
ঘটনা আসলে যা: ছোটবেলায় চুল ছোট করার সময় এলেই মা আমাকে এ কথাই বলতেন, এবার পুরোপুরি ফেলে দিলে নাকি পরেরবার আরও সুন্দর চুল গজাবে। আমি কথাটা মানতে চাইতাম না। কিন্তু তখন আমার মানা না–মানা দিয়ে কি কিছু হতো? তবে আমার ধারণা কিন্তু ভুল ছিল না। তোমরা যদি ভেবে থাকো, আরও সুন্দরের আশায়, এখন যা চুল আছে মাথায়, তা কেটে ফেলবে, তাহলে বলে রাখি, ব্যাপারটা একদমই সে রকম নয়। চুল কেটে ফেলার সঙ্গে তা ঘন কিংবা গাঢ় রঙের হওয়ার কোনো সম্পর্ক নেই।