পৃথিবীর বয়স্কতম পাখি ৭৪ বছরে ডিম পেড়েছে
পৃথিবীর সবচেয়ে বয়স্ক পাখির নাম উইজডম। বাংলায় বলতে পারি, প্রজ্ঞা। এই প্রবীণতম পাখির বয়স ৭৪ বছর। এই অ্যালবাট্রস পাখিটি ৭৪ বছর বয়সে ডিম পেড়েছে। তার বাসা মিডওয়ে অ্যাটোল নামের একটা দ্বীপে। দ্বীপটি প্রশান্ত মহাসাগরের দ্বীপ। আমেরিকা আর এশিয়ার মাঝখানে।
উইজডম বা প্রজ্ঞা নামের পাখিটি মিডওয়ে অ্যাটোলে তার বাসা বাঁধার জায়গায় ফিরে এসেছে। উইজডম চার বছর পর ডিম পেড়েছে।
মিডওয়ে অ্যাটল দ্বীপ প্রায় ৩০ লাখ সামুদ্রিক পাখির আবাস। প্রতিবছর এই ৩০ লাখ পাখি সঙ্গীর সঙ্গে মিলিত হতে, ডিম পাড়তে, ডিম ফোটাতে এবং তাদের ছানাদের বড় করতে সেখানে ফিরে আসে।
৩০ লাখ পাখির মধ্যে ১৩ লাখ আবার অ্যালবাট্রস। অ্যালবাট্রস বিশালাকার পাখি। ওড়ার সময় এদের দুই ডানার প্রান্তের দূরত্ব সাড়ে ৬ ফুট পর্যন্ত হতে পারে।
মিডওয়ে অ্যালবাট্রসদের কাছে যেমন একটা পছন্দের জায়গা, তেমনি বিজ্ঞানীদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ স্থান। বিজ্ঞানীরা সেখানে পাখিদের পর্যেবক্ষণ করেন। পাখিদের নিয়ে অধ্যয়ন করার একটা উপায় হলো তাদের ব্যান্ডিং করা। এক পাখির পায়ে একটি ছোট সংখ্যাযুক্ত ব্যান্ড রাখা। ১৯৩৬ সাল থেকে ২ লাখ ৭৫ হাজারের বেশি অ্যালবাট্রস পাখিকে মিডওয়েতে ব্যান্ড করা হয়েছে।
উইজডমকে প্রথম ব্যান্ড করা হয়েছিল ১৯৫৬ সালে। তার ব্যান্ড নম্বর Z333। সেই সময়ে বিজ্ঞানীরা হিসাব করে বলেছিলেন, তার বয়স প্রায় পাঁচ বছর। কারণ, উইজডম তখন ডিম পেড়েছিল। অ্যালবাট্রস পাঁচ বছরের আগে ডিম দিতে পারে না। বেশির ভাগ লায়সান অ্যালবাট্রস মাত্র ১২ থেকে ৪০ বছর বেঁচে থাকে। কিন্তু উইজডমের বয়স এখন ৭৪। উইজডম এত দিন বেঁচে থাকায় তার ব্যান্ডটি ছয়বার পরিবর্তন করতে হয়েছে।
অ্যালবাট্রস পাখিদের একটা নিয়ম হলো, তারা সারা জীবন একটা সঙ্গীর সঙ্গেই কাটায়। সারা বছর সমুদ্রে ঘুরে শীতে নীড়ে ফিরে আসে। ঠিক তার সঙ্গীকেই বেছে নেয়।
এখন উইজডম যত বছর বেঁচে আছে, আর কোনো পাখি তো এত দিন বাঁচে না। ফলে উইজডমকে নতুন সঙ্গী খুঁজে নিতে হচ্ছে।
বহু বছর ধরে উইজডমের সঙ্গী ছিল আকেকামাই নামে একটি পাখি। কিন্তু আকেকামাইকে কয়েক বছর ধরে দেখা যাচ্ছে না।
এ বছর উইজডম এক নতুন সঙ্গী খুঁজে পেয়েছে। গত ২৬ নভেম্বর উইজডম আরেকটি ডিম পাড়ে। একটি ছানা লালন–পালনের জন্য অনেক সময় এবং শক্তির প্রয়োজন হয়, অনেক অ্যালবাট্রস এক বছর বিরতি দিয়ে দিয়ে ডিম পাড়ে।
তবে উইজডম প্রায় প্রতিবছরই ডিম পাড়ত। বিজ্ঞানীরা বলছেন, উইজডম তার জীবদ্দশায় ৫০ থেকে ৬০টি ডিম দিয়েছে। আর সেসব থেকে প্রায় ৩০ থেকে ৩৬টি ডিম ফুটেছে। ২০২১ সালে তার শেষ বাচ্চা ফুটেছিল, যখন উইজডমের বয়স ছিল ৭০ বছর।
উইজডম ও তার নতুন সঙ্গী এবারের ডিমটিকে পালা করে তা দিচ্ছে।
অ্যালবাট্রসের ডিমের ওজন আধা কেজি পর্যন্ত হতে পারে। ডিমে তা দিতে হয় ১১ সপ্তাহ। মানে প্রায় ৭৭ দিন। পুরুষ পাখি আর মেয়ে পাখি পালা করে তা দেয়। সারা বছর সমুদ্রে কাটিয়ে নভেম্বরের শুরুতে পুরুষ পাখি দ্বীপে এসে বাসা বানায়। তারপর মেয়ে পাখি আসে। সেই বাসায় ডিম পাড়ে। বাসা পছন্দ না হলে মেয়ে পাখি নিজেই বাসা বানাতে লেগে যায়।
বাচ্চা পাখি প্রথম ৫/৬ বছর সাগরেই থাকে। তারপর ডাঙ্গায় এসে বাসা বাঁধে, ডিম পাড়ে। যে সঙ্গীকে সে প্রথম জীবনে বেছে নেয়, তার সঙ্গেই কাটায় বাকি জীবন। ডিমে তা দেবার কাজটা পুরুষ পাখি নারী পাখি পালা করে সারে। একজন যখন ডিমে তা দেয়, আরেকজন তখন খাবার সংগ্রহ করতে সমুদ্রে যায়।
সূত্র: নিউজ ফর কিডস