দুই অঙ্কের গুণের কৌশল 

এ কৌশলের সাহায্যে যে কোনো দুই অঙ্কের সংখ্যার গুণ করতে পারবে ঠিকই। তবে একটা শর্ত আছে। যে দুটি সংখ্যার গুণ করবে, তাদের পার্থক্য হতে হবে ২। যেমন ১৯ ও ২১ এই কৌশলে গুণ করতে পারবে। সেজন্য বর্গ করতে হবে। বর্গের কৌশল আগে শিখিয়েছি। ভুলে গেলে ওই পর্বটা আবার একটু দেখে নাও। তাতে এই অঙ্ক করতে তোমার সুবিধা হবে। 

সমস্যা: ১ (সহজ)

১১ × ১৩

ধাপ ১: প্রথমে যে দুটি সংখ্যা গুণ করবে, তাদের মাঝের সংখ্যার বর্গ করতে হবে। অর্থাৎ ১১ ও ১৩-এর মাঝে আছে ১২। সুতরাং ১২-এর বর্গ করতে হবে। অর্থাৎ ১২ = ১২ × ১২ = ১৪৪। 

ধাপ ২: এবার ১৪৪ থেকে ১ বিয়োগ করলেই পেয়ে যাবে উত্তর। অর্থাৎ উত্তর হলো ১৪৪ - ১ = ১৪৩। 

একনজরে দেখে নাও

১১ × ১৩ ১২ = ১৪৪ ১৪৪ - ১ = ১৪৩

আরও পড়ুন

সমস্যা: ২ (সহজ)

২৪ × ২৬

ধাপ ১: ২৪ ও ২৬-এর মাঝের সংখ্যা হলো ২৫। তাহলে ২৫-এর বর্গ করলে হবে ২৫ = ২৫ × ২৫ = ৬২৫। 

ধাপ ২: এবার ৬২৫ - ১ = ৬২৪। 

একনজরে দেখে নাও

২৪ × ২৬ ২৫ = ৬২৫ ৬২৫ - ১ = ৬২৪

সমস্যা: ৩ (কঠিন)

১.৯ × ২১০

ধাপ ১: ভয় পেয়ো না। কল্পনা করো এখানে কোনো দশমিক নেই। আবার সংখ্যার ডান পাশে কোনো শূন্যও নেই। তাহলে গুণটা দাঁড়াবে ১৯ × ২১। এবার আমাদের আগের  নিয়মে পড়ে গেছে। 

ধাপ ২: ১৯ ও ২১-এর মাঝের সংখ্যা ২০। সুতরাং, ২০ = ২০ × ২০ = ৪০০।

ধাপ ৩: এবার ৪০০ - ১ = ৩৯৯।

ধাপ ৪: প্রথম ধাপে একটা শূন্য বাদ দিয়েছি। আবার বাদ দিয়েছি এক ঘর বাঁয়ের দশমিকও। অর্থাৎ গুণ্য ও গুণক থেকে সমপরিমাণ দশমিক ও শূণ্য বাদ দিয়েছি। তাই উত্তর কোনো পরিবর্তন হবে না। 

একনজরে দেখে নাও

১.৯ × ২১০ ১৯ × ২১ ২০ = ৪০০ ৪০০ - ১ = ৩৯৯

আরও পড়ুন

সমস্যা: ৪ (কঠিন)

১.৪ × ১.২

ধাপ ১: উভয় পাশ থেকে দশমিক বাদ দিলে হবে ১৪ × ১২। 

ধাপ ২: ১৪ ও ১২-এর মাঝের সংখ্যা ১৫। সুতরাং, ১৩ = ১৩ × ১৩ = ১৬৯।

ধাপ ৩: এখন ১৬৯ - ১ = ১৬৮।

ধাপ ৪: উভয় পাশ থেকে একটি করে মোট দুটি শূণ্য বাদ দিয়েছি। তাই উত্তরের ডান থেকে দুই ঘর বাঁয়ে দশমিক বসবে। অর্থাৎ উত্তর হবে ১.৬৮। 

একনজরে দেখে নাও

১.৪ × ১.২ ১৪ × ১২ ১৩ = ১৬৯ ১৬৯ - ১ = ১৬৮ ১.৬৮।

এখন নিচের সমস্যাগুলো সমাধান করো। এগুলো মনে মনে করতে পারলেই বুঝবে, ঝটপট গণিতে তুমি একজন এক্সপার্ট। 

অনুশীলন (সহজ)

১. ২৯ × ৩১ = 

২. ২৮ × ২৬ = 

৩. ৯৯ × ৯৭ = 

৪. ৫৬ × ৫৪ = 

৫. ৮৭ × ৮৯ =  

অনুশীলন (কঠিন)

১. ৭৪ × ৭.৬ = 

২. ১৭ × ১.৯ = 

৩. ৬৪০ × ৬.৬ = 

৪. ৫৩ × ০.৫১ = 

৫. ০.৪৪ × ৪৬০ = 

আরও পড়ুন

সমাধান

অনুশীলন (সহজ)

১. ২৯ × ৩১ = ৮৯৯

২. ২৮ × ২৬ = ৭২৮

৩. ৯৯ × ৯৭ = ৯,৬০৩

৪. ৫৬ × ৫৪ = ৩,০২৪

৫. ৮৭ × ৮৯ =  ৭,৭৪৩

অনুশীলন (কঠিন)

১. ৭৪ × ৭.৬ = ৫৬২.৪

২. ১৭ × ১.৯ = ৩২.৩ 

৩. ৬৪০ × ৬.৬ = ৪,২২৪

৪. ৫৩ × ০.৫১ = ২৭.০৩

৫. ০.৪৪ × ৪৬০ = ২০২.৪