জানা-অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটি পাতা। এর মধ্যে উল্লেখযোগ্য গল্পগুলো আমাদের মনে থাকলেও কত গল্পই তো দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ০৩ মে ২০২৪। বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল, যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!
১৯৭৯ সালের এই দিনে কনজারভেটিভ পার্টির মার্গারেট থ্যাচার ব্রিটিশ প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তিনি ইউরোপের প্রথম নারী প্রধানমন্ত্রী। ১৮২৭ সালের পর থেকে সবচেয়ে বেশিদিন একসঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
মার্গারেট থ্যাচার জন্মগ্রহণ করেন ১৯২৫ সালের ১৩ অক্টোবর। অক্সফোর্ডের সোমারভিল কলেজে রসায়ন নিয়ে পড়াশোনা করেন। এরপর ব্যারিস্টার হওয়ার আগে কিছুদিন রসায়নবিদ হিসেবে গবেষণা করেন। রক্ষণশীল এই রাজনীতিবিদ ১৯৭৯ থেকে ১৯৯০ সাল পর্যন্ত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। ছিলেন ১৯৭৫ সাল থেকে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের শেষ পর্যন্ত কনজারভেটিভ পার্টির নেতা। প্রধানমন্ত্রী হিসেবে তিনি থ্যাচারিজম নামে পরিচিত অর্থনৈতিক নীতি বাস্তবায়ন করেন। মারা যান ০৮ এপ্রিল ২০১৩ সালে।
এছাড়া ১৪৯৪ সালের এই দিনে ইউরোপীয় অভিযাত্রী ক্রিস্টোফার কলম্বাস জ্যামাইকা দ্বীপে পৌছান। এই দ্বীপের নাম রাখেন সান্টিয়াগো।
উইকিপিডিয়া ও ব্রিটানিকা অবলম্বনে