পিয়েরে কুরি এবং মেরি কুরির রেডিয়াম আবিষ্কার 

মেরি কুরি ও তাঁর স্বামী পিয়েরে কুরিছবি: এএফপি
জানা অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটা পাতা। এর মাঝে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও, কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ২৬ ডিসেম্বর ২০২৪। চলো দেখি, বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল।

আজকের এই দিনে : ২৬ ডিসেম্বর 

১৮৯৮ সালের আজকের এই দিনে বিজ্ঞানী পিয়েরে কুরি এবং মেরি কুরি দম্পতি আবিষ্কার করেন গুরুত্বপূর্ণ তেজস্ক্রিয় মৌল রেডিয়াম। ফ্রান্সে এই যুগান্তকারী আবিষ্কারের মাধ্যমে তাঁরা তেজস্ক্রিয়তার গবেষণাকে এক ধাপ এগিয়ে নিয়ে যান। এই আবিষ্কার মেরি কুরি এবং পিয়েরে কুরিকে আন্তর্জাতিক খ্যাতির পাশাপাশি নোবেলও এনে দেয়। 

রেডিয়াম মূলত পিচব্লেন্ড নামে পরিচিত ইউরেনিয়াম আকরিক থেকে পৃথক করা হয়। আবিষ্কারের সময় পিয়েরে এবং মেরি কুরি খেয়াল করেন- ইউরেনিয়াম আকরিক থেকে পাওয়া সাদা-রূপালি ধরনের এই রেডিয়াম অন্যান্য উপাদানের তুলনায় বেশি তেজস্ক্রিয়। তেজস্ক্রিয় বিকিরণের জন্য বিখ্যাত এই রেডিয়াম চিকিৎসাশাস্ত্র ও গবেষণার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে। বিংশ শতকের শুরুর দিকে এই ধাতু ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হতে শুরু করে।

‘দ্য স্টোরি অব দ্য কেলি গ্যাং’। এটি ছিল বিশ্বের প্রথম কাহিনিচিত্র। ১৯০৬ সালের ২৬ ডিসেম্বর মুক্তি পায় এক ঘন্টার এই কাহিনিচিত্র।  

আরও পড়ুন