জানা অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটা পাতা। এর মাঝে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও, কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ১৩ জুন, ২০২৪। বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!
শান্তির প্রতীক পায়রাদের উৎসর্গ করে পালন করা হয় একটি দিন। আজ ১৩ জুন, আন্তর্জাতিক পায়রা দিবস। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে কবুতর কিংবা পায়রাদের নানা কাজে ব্যবহার করা হয়েছিল। সে সময় বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এই পাখি। এদের অবদানকে স্মরণ করে প্রতিবছর এই দিনে আন্তর্জাতিকভাবে পায়রা দিবস পালন করা হয়। সারা বিশ্বে কবুতর দিবস পালন করা হলেও বাংলাদেশে এখন দিবসটি জাতীয়ভাবে পালন করা হচ্ছে না। তবে এই দেশের কবুতরপ্রেমীরা এই উদ্দেশ্য সফল করার লক্ষ্যে প্রতিবছর তাদের দাবি নিয়ে এই দিনে র্যালিসহ বিভিন্ন কার্যক্রমের আয়োজন করে আসছেন।
আজ জাতিসংঘের অষ্টম মহাসচিব বান কি মুনের জন্মদিন। তিনি ছিলেন দ্বিতীয় এশীয় নাগরিক, যিনি জাতিসংঘের মহাসচিব হয়েছেন। বান কি মুন ১৯৪৪ সালের ১৩ জুন দক্ষিণ কোরিয়ার উত্তর জাংজিয়ংয়ের ইয়ামসিয়ংয়ে জন্মগ্রহণ করেন৷ ২০০৭ সালের ১ জানুয়ারি তিনি প্রথমবারের মতো জাতিসংঘের মহাসচিবের দায়িত্বভার গ্রহণ করেন। পরবর্তীতে ২১ জুন ২০১১ সালে দ্বিতীয় মেয়াদে এই পদে বসেন।