শহীদুল্লা কায়সারের জন্মদিন

শহীদুল্লা কায়সার (১৬ ফেব্রুয়ারি ১৯২৭-১৪ ডিসেম্বর ১৯৭১ নিখোঁজ)
জানা-অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটি পাতা। এর মধ্যে উল্লেখযোগ্য গল্পগুলো আমাদের মনে থাকলেও কত গল্পই তো দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ১৬ ফেব্রুয়ারি, ২০২৪। নতুন বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল, যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!

১৭০৪ সালের এই দিনে অবিভক্ত বাংলায় প্রথম পুলিশি ব্যবস্থার প্রচলন ঘটে। প্রাচীনকালে ও মধ্যযুগে এই অঞ্চলে ‘পুলিশ’ নামে কোনো সরকারি দপ্তর ছিল না। শুধু তা-ই নয়, ১৭০৪ সালের আগে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে নিযুক্ত ছিল রাষ্ট্র কর্তৃক নির্দিষ্ট একশ্রেণির লোক। তাই বলা চলে আজকের দিনটি অবিভক্ত বাংলার ইতিহাসের একটি বিশেষ দিন।

আজ বিশিষ্ট সাংবাদিক, লেখক ও বুদ্ধিজীবী শহীদুল্লা কায়সারের ৯৭তম জন্মবার্ষিকী। শহীদুল্লা কায়সার ১৯২৭ সালের এই দিনে ফেনী জেলার সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের মাজুপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৪৭ সালে পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টিতে যোগদানের মাধ্যমে তাঁর রাজনৈতিক জীবনের সূচনা ঘটে। এরপর থেকে প্রায় সব সমসাময়িক রাজনৈতিক আন্দোলনে তিনি সক্রিয়ভাবে জড়িত ছিলেন। এমনকি বায়ান্নর ভাষা আন্দোলনের সময় গুরুত্বপূর্ণ রাজনৈতিক ভূমিকার কারণে তাঁকে তিন বছর কারাভোগ করতে হয়। তাঁর গুরুত্বপূর্ণ কিছু সাহিত্যকর্মের মধ্যে রয়েছে ‘সারেং বৌ’, ‘সংশপ্তক’, ‘রাজবন্দীর রোজনামচা’ ইত্যাদি। বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য ১৯৬৯ সালে বুদ্ধিজীবী শহীদুল্লা কায়সার বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর সন্ধ্যার দিকে আলবদর বাহিনীর কয়েকজন সদস্য তাঁর নিজ বাসা থেকে তুলে নিয়ে যায়। এরপর আর বাড়ি ফেরা হয়নি এই বিশিষ্ট বুদ্ধিজীবীর।