শীতের সবজি শালগম

১. প্রথমেই এক পিঠে সবুজ রং করা একটি বর্গাকার কাগজ নাও এবং ডটলাইন বরাবর ভাঁজ করে ভাঁজ ফিরিয়ে নাও।
২. এবার নিচের ত্রিভুজাকার অংশটি তিরচিহ্ন বরাবর ওপরের দিকে ভাঁজ করো।
৩. এবার দুই পাশের ডটকৃত অংশ দুটি পেছনের দিকে ভাঁজ করো।
৪. এবার ওপরের সাদা অংশটি স্থির রেখে পেছনের ডটকৃত সবুজ অংশটি তিরচিহ্ন বরাবর বাঁ দিকে ভাঁজ করো।
৫. পুনরায় ভাঁজকৃত অংশটি ডটলাইন বরাবর ডান দিকে ভাঁজ করো।
আরও পড়ুন
৬. আবারও সাদা অংশটি স্থির রেখে পেছনের ডটকৃত সবুজ অংশটি তিরচিহ্ন বরাবর ডান দিকে ভাঁজ করো।
৭. পুনরায় ভাঁজকৃত অংশটি ডটলাইন বরাবর বাঁ দিকে ভাঁজ করো।
৮. ৩ নম্বর ধাপের অনুরূপ।
৯. এবার সাদা অংশের ওপরের ও দুই পাশের ছোট ত্রিভুজাকার অংশগুলো পেছনের দিকে ভাঁজ করো।
১০. ব্যস, বানানো হয়ে গেল শীতের সবজি শালগম। কাগুজে শালগম নাহয় হলো, কিন্তু এ তো আর খাওয়া যাচ্ছে না। আসল শালগমের দেখা পাবে এ সময়ের সবজি বাজারে। পুষ্টিভরা শালগমের স্বাদ নেওয়াই যায় তবে। কী বলো? আর হ্যাঁ, বাসায় প্রিয় আদুরে খরগোশছানা থাকলে ওকেও ভাগ দিতে পারো। ওরও খুব প্রিয়। কচকচ করে খাবে আর তোমার সঙ্গে ভাব জমাবে!
আরও পড়ুন