ছবিতে ছবিতে দেখে নাও মাইলস্টোন কলেজের আনন্দঘণ্টা

১ অক্টোবর সকালে 'আনন্দঘণ্টা' নিয়ে কিশোর আলো দল উপস্থিত হয়েছিল উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে। ড্যান কেকের সহযোগিতায় শিক্ষা ও বিনোদনমূলক অনুষ্ঠান আনন্দঘণ্টায় ছিল অনুপ্রেরণাদায়ী বক্তব্য, ভাষাবিষয়ক কর্মশালা, জাদু, গান আর কুইজের সমন্বয়। শিক্ষার্থীদের সরব অংশগ্রহণে জমে ওঠে অনুষ্ঠান। শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষক আর এক হাজার শিক্ষার্থী মিলনায়তনে অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক তারিক মনজুর, কিশোর আলোর সম্পাদক আনিসুল হকসহ গুণীজনেরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাইদুজ্জামান রওশন। খালেদ সরকারের ক্যামেরায় দেখে নাও মাইলস্টোন কলেজে আনন্দঘণ্টার গল্প।
মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলমের স্বাগত বক্তব্যে শুরু হয় শিক্ষা ও বিনোদনমূলক অনুষ্ঠান 'আনন্দঘণ্টা'।
এক হাজার শিক্ষার্থী অনুষ্ঠানে অংশগ্রহণ করে।
আমার পৃথিবী অনেক বড় স্লোগানে সবার সঙ্গে কিশোর আলো।
কিশোর আলো সম্পাদক আনিসুল হক সবাইকে মন দিয়ে কাজ করার আহ্বান জানান।
ড্যান কেকের সহযোগিতায় শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
মজার মজার জাদু দেখিয়ে তাক লাগিয়ে দেন জাদুকর স্বপন দিনার।
সংগীতশিল্পী ডি-রকস্টার শুভ সবাইকে নিয়ে ‘আমরা সবাই রাজা’ গানটি গেয়ে মিলনায়তন মাতিয়ে রাখেন।