বেগম সুফিয়া কামালের ১১৪ তম জন্মদিন

বেগম সুফিয়া কামাল (২০ জুন ১৯১১—২০ নভেম্বর ১৯৯৯)প্রতিকৃতি: মাসুক হেলাল
জানা অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটা পাতা। এর মাঝে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও, কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ২০ জুন, ২০২৪। বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!

তোমাদের কি দ্বিতীয় শ্রেণির পাঠ্য বইয়ের বাংলার কবিতা ‘প্রার্থনা’র কথা মনে আছে? ‘তুলি দুই হাত করি মোনাজাত’ দিয়ে শুরু হওয়া সেই কবিতার লেখিকা ছিলেন বেগম সুফিয়া কামাল। এই মহীয়সী নারী শুধু কবিই নন, সেই সঙ্গে ছিলেন লেখিকা এবং নারী আন্দোলনের অন্যতম অগ্রদূত। আজ এই বিশেষ মানুষটির জন্মদিন। ১৯১১ সালের ২০ জুন বরিশালের শায়েস্তাবাদের রাহাত মঞ্জিলে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর বাবা পিতা সৈয়দ আবদুল বারী ও মা সৈয়দা সাবেরা খাতুন। দেশভাগের পর কলকাতা থেকে ঢাকায় পাড়ি জমান তাঁরা। এরপর থেকেই ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও গণঅভ্যুত্থানের মতো বিভিন্ন রাজনৈতিক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। শুধু তাই নয়, নিজের পাশাপাশি অন্যান্য নারীদেরও উদ্বুদ্ধ করেন এসব অংশগ্রহণে। এছাড়াও তিনি ১৯৫৬ সালে শিশু সংগঠন কচিকাঁচার মেলা প্রতিষ্ঠা করেন।

তাঁর লেখা প্রথম কবিতা ছিল `বাসন্তী’। লেখনী এবং সমাজসেবার পাশাপাশি দৃঢ় মনোবলের জন্য পরিচিত ছিলেন তিনি। তাঁর লেখা বেশ কয়েকটি রচনার মধ্যে রয়েছে- সাঁঝের মায়া, মন ও জীবন, শান্তি ও প্রার্থনা ইত্যাদি। তাঁর কবিতা ইংরেজি, জার্মান, ইতালিয়ান, পোলিশ, রুশ, চীনা ইত্যাদি আরও অনেক ভাষায় অনুবাদিত হয়েছে। ১৯৯৯ সালের ২০ নভেম্বর ৮৯ বছর বয়সে ঢাকায় এই নারী সমাজের উজ্জ্বল নক্ষত্র শেষ নিশ্বাস ত্যাগ করেন।

আজকের দিনে আরও জন্মগ্রহণ করেছিলেন বিপ্লবী এবং সাহিত্যিক পূর্ণেন্দু দস্তিদার। ১৯০৯ সালের এই দিনে জন্মগ্রহণ করেন তিনি।

এ ছাড়া ১৯৯০ সালে ইরানের গিলান ও জানযন শহরে সাত দশমিক তিন মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে ৫০ হাজারেরও বেশি মানুষের প্রাণহানি ঘটে।

আরও পড়ুন