ইউরেনাস
সূর্য থেকে দূরত্বের দিক থেকে সপ্তম গ্রহ ইউরেনাস। এটি একটি অদ্ভুত গ্রহ। সৌরজগতের একমাত্র গ্রহ, যার নিরক্ষরেখা গ্রহটির কক্ষপথের প্রায় সমকোণে আছে। গ্রহটি মূলত একদিকে ঝুঁকে আছে। বিজ্ঞানীরা মনে করেন, ইউরেনাস অনেক আগে অন্য কোনো বড় বস্তুর সঙ্গে ধাক্কা খেয়েছিল। এ কারণেই গ্রহটি একদিকে কাত হয়ে গেছে। ফলে গ্রহটিতে চরম ঋতু দেখা যায়, যা ২০ বছরের বেশি স্থায়ী হয়। সূর্যের চারপাশে একবার ঘুরে আসতে গ্রহটির প্রায় ৮৪ বছর সময় লাগে। মিথেন গ্যাসের কারণে ইউরেনাসকে এ রকম নীলাভ সবুজ দেখায়। ইউরেনাসের ২৭টি উপগ্রহ আছে।
পরিসংখ্যান
আবিষ্কার : ১৭৮১ সালে উইলিয়াম হার্শেল এ গ্রহ আবিষ্কার করেন।
নামকরণ : প্রাচীন গ্রিকদের আকাশের দেবতার নামানুসারে।
ব্যাস : ৫১ হাজার ১২০ কিলোমিটার।
বছর : পৃথিবীর ৮৪ বছরের সমান।
দিনের দৈর্ঘ্য: পৃথিবীর ১৮ ঘণ্টার সমান।