ফ্রিদা কাহলোর জন্মদিন, গি দ্য মোপাসাঁর মৃত্যুদিন

জানা–অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটি পাতা। এর মধ্যে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ৬ জুলাই ২০২৪। বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল, যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!

কাহলোর জন্মদিন

শিল্পের সঙ্গে আত্মিক সম্পর্ককে ধারণ করে জীবনকে অতিবাহিত করেছেন অনেকেই। কারও কাছে শিল্প রংতুলির আঁচড়, আবার কারও জন্য তা সুরে। ফ্রিদা কাহলো ছিলেন এমনই একজন। মেক্সিকোর কোয়োকান শহরে জন্ম নেওয়া কাহলো বেছে নিয়েছিলেন চিত্রশিল্পকে। তিনি শিল্পীজীবনের শুরু থেকে শেষ অবধি আত্মপ্রতিকৃতিই‌ এঁকে গেছেন।

আজ কাহলোর জন্মদিন। ১৯০৬ সালের আজকের এই দিনে মেক্সিকোতে জন্মগ্রহণ করেন তিনি। চিত্রশিল্পী হওয়ার পাশাপাশি তাঁর ছিল নিজস্ব ফ্যাশনের ধারা। কাহলোর ভিন্নধর্মী চুলের স্টাইল, পোশাক তাঁকে বানিয়েছে ফ্যাশন আইকন। তাই তাঁর ফ্যাশনের ধারা নিয়ে আজও কাজ করে যাচ্ছেন নকশাকারকেরা।

আরও পড়ুন

গি দ্য মোপাসাঁর মৃত্যু

আজকের এই দিনে মৃত্যুবরণ করেন আধুনিক ছোটগল্পের জনক গি দ্য মোপাসাঁ। ১৮৫০ সালের ৫ আগস্ট ফ্রান্সের এক ছোট্ট শহরে জন্মগ্রহণ করেছিলেন তিনি। পুরো জীবদ্দশায় খুব অল্প সময় সাহিত্যচর্চার সুযোগ হয়েছিল তাঁর। এর মধ্যেই রচনা করেছেন তিন শ ছোটগল্প, ছয়টি উপন্যাস, তিনটি ভ্রমণকাহিনী ও বেশ কিছু কবিতা। তাঁর লেখা ‘নেকলেস’ গল্পটি বর্তমানে একাদশ-দ্বাদশ শ্রেণির পাঠ্যবইয়ের অন্তর্ভুক্ত।

আরও পড়ুন