জানা অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটা পাতা। এর মাঝে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও, কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ১২ অক্টোবর ২০২৪। চলো দেখি, বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল।
আমেরিকা আবিষ্কার নিয়ে সময়ের সঙ্গে নানা বিতর্ক সৃষ্টি হয়েছে। তবে ইতালির অভিযাত্রিক ক্রিস্টোফার কলম্বাস যে প্রথম এই অঞ্চলে ইউরোপীয় উপনিবেশ স্থাপনের পথ দেখিয়েছেন, তা নিয়ে সন্দেহ নেই। যাই হোক, ১৪৯২ সালের আজকের এই দিনেই কলম্বাস উত্তর আমেরিকার বাহামার উপকূলে পৌঁছান বলে ধারণা করা হয়। এর মাধ্যমেই আমেরিকা আবিষ্কার হয়। এই আবিষ্কারকে সম্মান দেখিয়ে ইতালি বংশোদ্ভূত আমেরিকানদের উদ্যোগে ১৮৬৯ সাল থেকে ‘কলম্বাস দিবস’ পালন শুরু হয়। পরে ১৯৩৭ সাল থেকে পুরো যুক্তরাষ্ট্রে সরকারিভাবে এই দিবস পালনের সিদ্ধান্ত হয়।
তবে একই দিনে আমেরিকায় পালিত হয় আদিবাসী দিবস। দেশটির নাগরিকদের একাংশ মনে করেন, কলম্বাস উত্তর আমেরিকায় আসার আগেও এই এলাকায় আদিবাসীদের বসতি ছিল। পরে সেখানে ইউরোপীয় ঔপনিবেশিক শক্তি প্রয়োগের ফলে অত্যাচারের শিকার হতে হয় আদিবাসীদের। এই ঘটনায় ভুক্তভোগী আদিবাসীদের সম্মান জানাতে প্রতি বছর ১২ অক্টোবর যুক্তরাষ্ট্রে পালিত হয় আদিবাসী দিবস।