একটি লাক্সারি ক্রুজ জাহাজ মহাসাগরের একটি নির্জন দ্বীপের পাশ দিয়ে যাচ্ছিল। ক্রুজের ডেকের সব যাত্রী দেখতে পেলেন, একটি লম্বা দাড়ি–চুলওয়ালা লোক দ্বীপের এদিক-ওদিক দৌড়াচ্ছে আর পাগলের মতো হাত নেড়ে ইশারা করছে।
এক যাত্রী এটা দেখে ক্যাপ্টেনকে জিজ্ঞেস করলেন, ‘ক্যাপ্টেন, ওই লোকটা কে?’
ক্যাপ্টেন বললেন, ‘আমি জানি না। তবে প্রতিবছর যখন আমরা এখান দিয়ে যাই, তখন লোকটা এভাবেই পাগলের মতো আচরণ করে।’
আরও পড়ুন