জানা অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটা পাতা। এর মাঝে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও, কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ২৯ নভেম্বর ২০২৪। চলো দেখি, বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল।
১৯৭২ সালের আজকের দিনে যুক্তরাষ্ট্রে প্রথম বাণিজ্যিক ভিডিও গেম হিসেবে আত্মপ্রকাশ করে ‘পং’। জনপ্রিয় টেবিল টেনিস খেলা থেকে অনুপ্রাণিত হয়ে গেমটি তৈরি করা হয়। অ্যাটারি নামের এক গেমিং কোম্পানি এটি তৈরি করে।
গেমটি একেবারে সাদামাটা—দুইটি বার এবং একটি পিংপং বলের মতো কিছু গ্রাফিক্স দিয়ে তৈরি করা হয়েছে এটি। কিন্তু এই সাধারণ গেমই গেমিং জগতে তৈরি করে এক নতুন মাইলফলক।
এই খেলায় খেলোয়াড়দের উদ্দেশ্য ছিল কেবল স্ক্রিনে বলটিকে বার দিয়ে প্রতিপক্ষের দিকে ফেরত পাঠানো। এই সাদামাটা ধারণাই তখনকার দিনে অগণিত মানুষকে মুগ্ধ করেছিল।
অ্যাটারির সহপ্রতিষ্ঠাতা নোলান বুশনেল এবং প্রকৌশলী অ্যাল আলকর্নের তৈরি এই গেমটি ছিল গেমিং ইন্ডাস্ট্রির প্রথম সফল বাণিজ্যিক পণ্য। স্থানীয় একটি পানশালায় গেমটি প্রথম স্থাপন করার পর এটি খুব জলদি জনপ্রিয় হয়ে ওঠে।
অন্যদিকে নিউজিল্যান্ডের ইতিহাসে মাওরি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রথম নির্বাচিত নারী পার্লামেন্ট সদস্য (এমপি) ছিলেন ইরিয়াকা রাতানা। ১৯৪৯ সালের আজকের এই দিনে তিনি এমপি নির্বাচিত হন।