সৌরজগতের ষষ্ঠ গ্রহ শনি তার রিং বা বলয়ের জন্য সবচেয়ে বেশি পরিচিত। ১৬০০ শতকের শুরুর দিকে গ্যালিলিও গ্যালিলি প্রথম এ গ্রহ নিয়ে গবেষণা করেছিলেন। তিনি শনি গ্রহটিকে ভেবেছিলেন তিন অংশবিশিষ্ট একটি বস্তু। ওটা যে বলয়যুক্ত শনি গ্রহ, তা বুঝতে পারেননি গ্যালিলিও। তিনি তাঁর নোটবুকে লিখে রেখেছিলেন, একটি বড় বৃত্ত ও আরও দুটি ছোট বৃত্ত আছে সেখানে। এর প্রায় ৪০ বছর পর ক্রিস্টিয়ান হাইগেনস প্রস্তাব করেন, বৃত্তগুলো আসলে শনির বলয়। এ বলয় বরফ ও পাথর দিয়ে গঠিত। বলয় কীভাবে সৃষ্টি হলো, সে ব্যাপারে বিজ্ঞানীরা এখনো নিশ্চিত হতে পারেননি। এই গ্যাসীয় গ্রহ বেশির ভাগ হাইড্রোজেন ও হিলিয়ামে পূর্ণ। সদ্য আবিষ্কৃত ৬২টি চাঁদসহ বর্তমানে সর্বোচ্চ ১৪৫টি চাঁদের মালিক শনি।
পরিসংখ্যান
আবিষ্কার : প্রাচীন জ্যোতির্বিদেরা আবিষ্কার করেছেন। খালি চোখে দেখা যায় গ্রহটিকে।
নামকরণ : রোমান পুরাণের কৃষিদেবতা স্যাটার্নের নামানুসারে।
ব্যাস : ১ লাখ ২০ হাজার ৫০০ কিলোমিটার।
বছর : পৃথিবীর ২৯ বছর ৫ মাসের সমান।
দিনের দৈর্ঘ্য: ১০ দশমিক ৫ ঘণ্টা।