আমি তখন সপ্তম শ্রেণির ছাত্রী। গরমের এক সন্ধ্যায় বই নিয়ে পড়তে বসেছি। কিছুক্ষণ পর বিদ্যুৎ চলে যাচ্ছে। তাই ভাবলাম, বাইরে হেঁটে আসি। জোছনারাত, মৃদু বাতাসও বইছিল, ভালোই লাগছিল হাঁটতে। হাঁটতে হাঁটতে পৌঁছালাম পুকুরপাড়ে। পুকুরের দিকে তাকাতেই আমার দুই চোখকে যেন আমি বিশ্বাস করতে পারছিলাম না! সাপের মণির মতো কী যেন চকচক করছে। একটু কাছে গিয়ে হাতে একটা লাঠি নিলাম। লাঠিটা দিয়ে তোলার চেষ্টা করলাম মণিটা। কিন্তু যেই লাঠিটা দিয়ে মণিটার গায়ে আঘাত করেছি, বিনা মেঘে যেন বজ্রপাত হলো আমার মাথায়। আঘাত করতেই ঠক করে উঠল মণিটা। তখন বুঝলাম, সেটি আসলে ছিল কন্ডেন্সড মিল্কের কৌটা। চাঁদের আলো পড়ায় সাপের মণির মতো চকচক করছিল সেটা।