স্কুলশিক্ষার্থীদের সৃজনশীল কাজে উদ্বুদ্ধ করতে গুণীজন আর তারকাদের নিয়ে ঢাকার বিভিন্ন স্কুলে যাচ্ছে জনপ্রিয় মাসিক ম্যাগাজিন কিশোর আলো। সেই ধারাবাহিকতায় ড্যান কেকের সহযোগিতায় ‘আনন্দঘণ্টা’ নামের এই অনুষ্ঠান হলো রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়ে। এই আয়োজনে ছিল অনুপ্রেরণাদায়ী বক্তব্য, ভাষা নিয়ে কর্মশালা, জাদু আর গান।
০১ জুলাই সোমবার দুপুর ১২টা ৩০ মিনিটে শুরু হয় আনন্দঘণ্টার আয়োজন। কিশোর আলোর সহকারী সম্পাদক পাভেল মহিতুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক দেওয়ান তাহেরা আক্তার। এ ছাড়া শুভেচ্ছা জানান ড্যান কেকের ব্র্যান্ড ম্যানেজার আল আসিফ খান।
ড্যান কেকের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রথম থেকে দশম শ্রেণির চার শতাধিক শিক্ষার্থী। উদ্বোধনী বক্তব্যের পর আড্ডা, গল্প আর কুইজের মাধ্যমে অনুষ্ঠান জমিয়ে তোলেন কিশোর আলোর সহকারী সম্পাদক পাভেল মহিতুল আলম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক তারিক মনজুর। ভাষাবিষয়ক কর্মশালায় তারিক মনজুর বাংলা বানান নিয়ে কিছু মজার কৌশল শিখিয়ে দেন। ধাঁধা কিংবা প্রশ্নের উত্তর দিয়ে শিক্ষার্থীরা এ সময় কিশোর আলো ও ড্যান কেকের সৌজন্যে পুরস্কার জিতে নেয়।
এরপর জাদু নিয়ে মঞ্চে আসেন জাদুকর যুবরাজ। জাদু দেখিয়ে তিনি শিক্ষার্থীদের মাতিয়ে তোলেন। তাঁর জাদুর রেশ কাটতে না কাটতেই শিক্ষার্থীরা হারিয়ে যায় সুরের মূর্ছনায়। শিক্ষার্থীদের উচ্ছ্বাস আরও বাড়িয়ে দেন সংগীতশিল্পী অয়ন চাকলাদার। শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে তিনি পরিবেশন করেন নিজের গাওয়া ‘চল নিরালায়’ এবং খালিদের ‘তুমি আকাশের বুকে বিশালতার উপমা’ ও আইয়ুব বাচ্চুর ‘সেই তুমি’।
সমাপনী বক্তব্যে বিদ্যালয়ের বিতর্ক ক্লাবের মডারেটর সেলিনা আক্তার কিশোর আলোকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘ভবিষ্যতেও কিশোর আলো চাইলে আমরা এ ধরনের আয়োজন করব।’ অনুষ্ঠানে বিদ্যালয়ের অন্য শিক্ষকেরাও উপস্থিত ছিলেন।
গান শেষে উপহার হিসেবে পাওয়া হাতে হাতে ড্যান কেক আর একরাশ আনন্দ নিয়ে বাড়ির পথ ধরে শিক্ষার্থীরা।