ধনী হওয়ার মজার খেলা

যেভাবে খেলবে

খেলাটি বেশ সহজ। তোমার সঙ্গে আরও এক বা একাধিক সঙ্গী লাগবে। আর লাগবে একটা লুডোর ছক্কা এবং যতজন খেলবে, ততটি ঘুঁটি। আলাদা রঙের বোতাম হলেও চলবে। তুমি যাতে বুঝতে পারো, এই ঘুঁটি বা বোতামটি তোমার। এগুলো হলেই তুমি খেলাটি শুরু করতে পারবে। লুডোর ছক্কায় যত দাম পড়বে, তুমি তত ঘর সামনে যাবে এবং ওই ঘরে যা লেখা থাকবে, সে অনুযায়ী কাজ করবে। এভাবে যে সবার প্রথমে কোটির ঘরে (২৮ নম্বর) পৌঁছাতে পারবে, সে হবে জয়ী।

আরও পড়ুন
ধনী হওয়ার মজার খেলা
ব্লুই জিনিয়াস অবলম্বনে
আরও পড়ুন