মামার চুল

মামার চুলঅলংকরণ: সাদমান মুন্তাসির

আমার ছোট মামার মাথায় টাক। সে জন্য তিনি পরচুলা ব্যবহার করেন। একদিন মামা বেড়াতে গেলেন সমুদ্রসৈকতে। আশপাশে পর্যটকদের ভিড়। হঠাৎ ঝোড়ো হাওয়ায় মামার পরচুলা মাথা থেকে খুলে উড়ে গেল। পাশেই একগাদা স্কুলপড়ুয়া ছোট ছোট ছেলেমেয়ে ছিল। মামার এ অবস্থা দেখে ফিক করে হেসে ফেলল তারা। কী আর করা! নিরুপায় মামা হাত দিয়ে মাথা ঢেকে তাদের সঙ্গে হাসতে শুরু করলেন।

আরও পড়ুন