উদ্বোধন হলো ‘স্ট্যাচু অব লিবার্টি’র

স্ট্যাচু অব লিবার্টি

প্রায় ১৫০ বছর ধরে নিউইয়র্কের লিবার্টি দ্বীপে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার প্রতীক স্ট্যাচু অব লিবার্টি। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ১০০ বছর পূর্তি উপলক্ষে বন্ধুত্বের নিদর্শন হিসেবে যুক্তরাষ্ট্রকে এই ভাস্কর্য উপহার দেয় ফ্রান্স। ১৮৮৬ সালের আজকের এই দিনে ঘটে এই ঘটনা। যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট গ্রোভার ক্লিভল্যান্ড ভাস্কর্যটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

ভাস্কর্যটির মূল নাম ‘লিবার্টি এনলাইটেনিং দ্য ওয়ার্ল্ড’। এর এক হাতে একটি মশাল, অন্য হাতে বই। বেদিসহ স্ট্যাচু অব লিবার্টির উচ্চতা ৩০৫ ফুট। স্ট্যাচু অব লিবার্টির মুকুটে রয়েছে সাতটি কাঁটা যা সূর্য, সাত মহাদেশ অথবা সাত সমুদ্রকে নির্দেশ করে থাকে।

বিল গেটসকে কে না চেনে! বিশ্বের শীর্ষ ধনীদের মধ্যে অন্যতম এই ধনকুবেরের আজ জন্মদিন। ১৯৫৫ সালের ২৮ অক্টোবর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে জন্মগ্রহণ করেন তিনি।

অন্যদিকে আজকের দিনেই নাকি চীনের রাজধানী হিসেবে প্রতিষ্ঠা লাভ করে বেইজিং। ১৪২০ সালের ২৮ অক্টোবর মিং শাসকেরা এ ঘোষণা দেন।

আরও পড়ুন