মহাবিশ্বের বিশালতা নিয়ে নতুন তথ্য

অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি
জানা অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটা পাতা। এর মাঝে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও, কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ৩০ ডিসেম্বর, ২০২৪। চলো দেখি, বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল।

আজকের এই দিনে : ৩০ ডিসেম্বর 

১৯২৪ সালের এই দিনে মার্কিন জ্যোতির্বিদ এডউইন হাবল মহাবিশ্ব নিয়ে এক চাঞ্চল্যকর আবিষ্কার নিয়ে আসেন। তিনি প্রথমবারের মতো প্রমাণ করেন যে, আমাদের মিল্কিওয়ের বাইরেও আছে অন্য ছায়াপথ (গ্যালাক্সি)। এর আগে পুরো মহাবিশ্ব শুধু মিল্কিওয়ে গ্যালাক্সি পর্যন্ত সীমাবদ্ধ-  এমনই ধারণা ছিল।

মার্কিন জ্যোতির্বিদ এডুইন হাবল প্রমাণ করেন, মহাবিশ্ব প্রসারিত হচ্ছে

মাউন্ট উইলসনে অবস্থিত ১০০-ইঞ্চি হুকার টেলিস্কোপ ব্যবহার করে হাবল তাঁর পর্যবেক্ষণ শুরু করেন। তিনি অ্যান্ড্রোমিডা নীহারিকা নিয়ে গবেষণা করতে গিয়ে সেফেইড ভেরিয়েবল নামের তারার আলোকমাত্রা পরিমাপ করেন। এটি এমন এক বিশেষ ধরনের তারা, যেগুলোর উজ্জ্বলতার ওঠানামা একটি নির্দিষ্ট নিয়ম মেনে চলে। এই নিয়ম থেকে এদের দূরত্ব নির্ধারণ করা সম্ভব হয়। হাবল দেখান, অ্যান্ড্রোমিডা নীহারিকা আমাদের গ্যালাক্সির তুলনায় অনেক দূরে অবস্থিত এবং এটি আসলে আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির অংশই নয়। বরং এর বাইরের কোন গ্যালাক্সিতে অবস্থিত। এ থেকেই প্রমাণ হয়, মহাবিশ্বে মিল্কিওয়ে ছাড়াও বহু গ্যালাক্সি রয়েছে।

১৯২৭ সালের আজকের এই দিনে এশিয়ায় চালু হয় প্রথম পাতাল রেলপথ।  জাপানের টোকিওতে যাত্রা শুরু হয় ‘গিনজা লাইন’ নামের পাতাল রেলপথ।

আরও পড়ুন