জানা–অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটি পাতা। এর মাঝে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও, কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ৯ সেপ্টেম্বর ২০২৪। বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল, যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!
এমন এক শিল্পী, যাঁর ঝুলিতে এমি, গ্র্যামি, অস্কার, টনি কী নেই! খুব অল্প শিল্পীর সৌভাগ্য হয় এমন অর্জনের। জন লিজেন্ড তাঁদের মধ্যে একজন। ২০১৮ সালের আজকের দিনে এমি জেতেন এই শিল্পী। ‘জিসাস ক্রাইস্ট সুপারস্টার’ গানের জন্য তাঁকে এই পুরস্কার দেওয়া হয়।
এ তো গেল এমির গল্প। এর আগে একাধিক গানের জন্য ১০টি গ্র্যামি জিতেছেন জন লিজেন্ড! এত সব অর্জন তাঁকে নিয়ে গিয়েছে নতুন উচ্চতায়। তিনিই প্রথম কৃষ্ণাঙ্গ পুরুষ শিল্পী, যিনি অর্জন করেন ‘ইগট’ (ইজিওটি) স্বীকৃতি। মার্কিন বিনোদন দুনিয়ায় এটি এতই বিরল, এখন পর্যন্ত মাত্র ১৯ শিল্পী এই স্বীকৃতি লাভ করেছেন। অর্থাৎ এমি, গ্র্যামি, অস্কার ও টনি—চারটি সম্মানজনক পুরস্কারই তাঁকে বানিয়েছে ‘ইগট’ বিজয়ী।
আরব বিশ্বের কোনো শহরে প্রথম মেট্রো
সাধারণত অভিজাত শহর হিসেবেই পরিচিত দুবাই। সংযুক্ত আরব আমিরাতের এই শহরের চারদিকে শুধু চাকচিক্য আর আভিজাত্য। বাংলাদেশে মেট্রোরেলের যাত্রা শুরু হয় ২০২২ সালের শেষের দিকে, সেখানে দুবাই শহরে সেটি ছিল ২০০৯ সালে। আজকের এই দিনে। আরব বিশ্বের কোনো শহরে গণপরিবহন হিসেবে প্রথম এ ঘটনা দেখা যায়।